আমার বাবার মুখে প্রথম যেদিন
শুনেছিলাম গান
সেদিন থেকে গানই জীবন
গানই আমার প্রাণ
আমার মায়ের আদেশ বাবার মতো
গাইতে হবে গান
সেদিন থেকে গানই জীবন
গানই আমার প্রাণ
শিল্পীর ঘরে জন্ম তাই শিল্পী হয়েছি
সঙ্গীতটাকে সারা জীবন সঙ্গী করেছি
জীবনে যত দুঃখ যত কষ্ট পেয়েছি
সুরের মাঝে ডুবে গিয়ে সবই ভুলেছি
এই গানই আমার জীবন মরন
গানই যেন প্রাণ
আমার বাবার মুখে প্রথম যেদিন
শুনেছিলাম গান
সেদিন থেকে গানই জীবন
গানই আমার প্রাণ
বাবা যেন আজও স্বর্গে বসে গাইছে সেই গান
যে গান শুনে সঁপেছিল মা বাবাকে মনপ্রাণ
কোনদিন এই কন্ঠ যদি কখনো থেমে যায়
সেইদিন যেন মরন এসে আমাকেও নিয়ে যায়
এই গানই আমার জীবন মরন
গানই যেন প্রাণ
আমার বাবার মুখে প্রথম যেদিন
শুনেছিলাম গান
সেদিন থেকে গানই জীবন
গানই আমার প্রাণ
আমার মায়ের আদেশ বাবার মতো
গাইতে হবে গান
সেদিন থেকে গানই জীবন
গানই আমার প্রাণ
সেদিন থেকে গানই জীবন
গানই আমার প্রাণ
সেদিন থেকে গানই জীবন
গানই আমার প্রাণ