menu-iconlogo
huatong
huatong
avatar

আমার সোনা বন্ধুরে Amar Sona Bondhure

শিল্পীঃ মুজিব পরদেশীhuatong
mizmookhuatong
Paroles
Enregistrements
আমা...র

সোনা বন্ধুরে.... তুমি...

কোথায় রইলা.. রে...

আমার সোনা বন্ধুরে,

তুমি কোথায় রইলা রে

আমার সোনা বন্ধুরে,

তুমি কোথায় রইলা রে

দিনে রাইতে তোমায় আমি,

দিনে রাইতে তোমায় আমি,

খুঁইজা মরি রে...

আমার সোনা বন্ধুরে,

তুমি কোথায় রইলারে

আমার সোনা বন্ধুরে,

তুমি কোথায় রইলারে...

Music

CFS

প্রথম দেখার কালে বন্ধু

কথা দিয়ে ছিলে..

Music

প্রথম দেখার কালে বন্ধু

কথা দিয়ে ছিলে

ভুলিবেনা মো রে,

এই জীবন গেলে..

ভুলিবেনা মো রে,

এই জীবন গেলে..

যদি না পাই তোমারে,

আমার জীবনের তরে

যদি না পাই তোমারে...

আমার জীবনের তরে

সোনার জীবন অঙ্গার হইব

সোনার জীবন অঙ্গার হইব

তোমার লাইগারে...

আমার সোনা বন্ধুরে,

তুমি কোথায় রইলা রে

আমার সোনা বন্ধু রে..

তুমি কোথায় রইলা রে..

Music

Follow me

ভুলতে পার বন্ধু তুমি,

আমি ভুলি নাই..

Music

ভুলতে পার বন্ধু তুমি,

আমি ভুলি নাই...

মরণ কালে যেন বন্ধু,

একবার তোমায় পা ই

পরকালে যেন বন্ধু,

একবার তোমায় পা ই

যদি না পাই সেকালে

প্রেম যাইব বিফলে

যদি না পাই সেকালে..

প্রেম যাইব বিফলে

তখন কিন্তু বলব আমি

তখন কিন্তু বলব আমি

প্রেম কিছুই নারে...

আমার সোনা বন্ধুরে,

তুমি কোথায় রইলা রে

আমার সোনা বন্ধুরে..

তুমি কোথায় রইলা রে

Music

CFS

প্রথম দেখার কালে বন্ধু

কথা দিয়েছিলে

Music

প্রথম দেখার কালে বন্ধু

কথা দিয়েছিলে

ভুলিবে না মো রে

এই জীবন গেলে..

ভুলিবেনা মো রে

এই জীবন গেলে..

যদি না পাই তোমারে

আমার জীবনের তরে

যদি না পাই তোমারে

আমার জীবনের তরে

সোনার জীবন অঙ্গার হইব

সোনার জীবন অঙ্গার হইব

তোমার লাইগা রে...

আমার সোনা বন্ধুরে,

তুমি কোথায় রইলা রে...

দিনে রাইতে তোমায় আমি

দিনে রাইতে তোমায় আমি

খুঁইজ্যা মরি রে...

আমার সোনা বন্ধুরে

তুমি কোথায় রইলা রে।

সমাপ্ত

ধন্যবাদ সবাইকে

Davantage de শিল্পীঃ মুজিব পরদেশী

Voir toutlogo

Vous Pourriez Aimer