----------------
গুন গুন মন ভ্রমরা কোথা যাস কিসেরই তোরা,
কেন আর মিছে এ ফুল সে ফুল করা..
আকাশে রং ধরেছে নদী দুই কুলে ভরেছে,
এসেছে দারুন ফাগুন আগুন ভরা...
গুন গুন মন ভ্রমরা কোথা যাস কিসেরই তোরা,
কেন আর মিছে এ ফুল সে ফুল করা..
--------------------
লাল লাল পলাশের বনের ডাক শুনে কি.
দিন দিন রজনী ছিলে কাল গুনে কি…
লাল লাল পলাশের বনের ডাক শুনে কি.
দিন দিন রজনী ছিলে কাল গুনে কি…
হায়রে তোর বকুল শিমুল পারুল মরেছে,
নীল নীল রং পারিজাতের পাপড়ি ঝরেছে,
এবার যে তোর সময় হলো ঘরেতে ফেরার,
গুন গুন মন ভ্রমরা কোথা যাস কিসেরই তোরা,
কেন আর মিছে এ ফুল সে ফুল করা..
আকাশে রং ধরেছে নদী দুই কুলে ভরেছে,
এসেছে দারুন ফাগুন আগুন ভরা...
-----------------
গুন গুন গুঞ্জনের নেশায় সব ভুলেছে,
দোল দোল দোলনায় দোদুল দোল তুলেছে,
গুন গুন গুঞ্জনের নেশায় সব ভুলেছে
দোল দোল দোলনায় দোদুল দোল তুলেছে,
এমনি বীনার কদিন বাদ যাবে না,
টলমলমল ফুলের মধু স্বাদ পাবে না,
সময় তখন হবে দুচোখ ভোরে যে কাঁদার,
গুন গুন মন ভ্রমরা কোথা যাস কিসেরই তোরা,
কেন আর মিছে এ ফুল সে ফুল করা..
আকাশে রং ধরেছে নদী দুই কুলে ভরেছে,
এসেছে দারুন ফাগুন আগুন ভরা...
গুন গুন মন ভ্রমরা কোথা যাস কিসেরই তোরা,
কেন আর মিছে এ ফুল সে ফুল করা..
-সমাপ্ত -