menu-iconlogo
huatong
huatong
avatar

Preme Poreche Mon প্রেমে পরেছে মন

সাবিনা ইয়াসমিনhuatong
longhipalahuatong
Paroles
Enregistrements
প্রেমে পড়েছে মন প্রেমে পড়েছে

অচেনা এক মানুষ আমায় পাগল করেছে

প্রেমে পড়েছে মন প্রেমে পড়েছে

অচেনা এক মানুষ আমায় পাগল করেছে

সে জেনো আমায় ডাকে,,

দেখিনা কোথাও তাকে,,

ভালোবাসায় জড়িয়ে সে আমায় ধরেছে,,

সে জেনো আমায় ডাকে,,

দেখিনা কোথাও তাকে

ভালোবাসায় জড়িয়ে সে আমায় ধরেছে,,

প্রেমে পড়েছে মন প্রেমে পড়েছে,,

অচেনা এক মানুষ আমায় পাগল করেছে

সে আমার সাথেই চলে,,

কখনো কথা বলে

কখনো অনুভবে মিশে আছে মনে হয়

¶¶

হুম ভাবে মন আবল তাবল,,

লাগেরে পাগল পাগল

কবে যে করবো আমি ভালোবেসে তাকে জয়

সে জেনো আমায় ডাকে

দেখিনা কোথাও তাকে

ভালোবাসায় জড়িয়ে সে আমায় ধরেছে

প্রেমে পড়েছে মন প্রেমে পড়েছে

অচেনা এক মানুষ আমায় পাগল করেছে

রাতের'ই ঘুম ভাঙিয়ে,

আমার এ মন সাঁজিয়ে

সে আমায় ছুঁয়ে ছুয়ে স্বপ্ন জেনো একেঁ যায়

হুম প্রাণেতে দোলা লাগে,

এমন তো হয়নি আগে

আমাকে কল্পনাতে উদাস করে রেখে যায়

সে জেনো আমায় ডাকে,

দেখিনা কোথাও তাকে

ভালোবাসায় জড়িয়ে সে আমায় ধরেছে

সে জেনো আমায় ডাকে,

দেখিনা কোথাও তাকে

ভালোবাসায় জড়িয়ে সে আমায় ধরেছে

প্রেমে পড়েছে মন প্রেমে পড়েছে

অচেনা এক মানুষ আমায় পাগল করেছে

প্রেমে পড়েছে মন প্রেমে পড়েছে

অচেনা এক মানুষ আমায় পাগল করেছে

সে জেনো আমায় ডাকে

দেখিনা কোথাও তাকে

ভালবাসায় জড়িয়ে সে আমায় ধরেছে

সে জেনো আমায় ডাকে

দেখিনা কোথাও তাকে

ভালবাসায় জড়িয়ে সে আমায় ধরেছে

লা.....রারা...লালা..লা লা

লাইক দিতে ভুলবেন না

Davantage de সাবিনা ইয়াসমিন

Voir toutlogo

Vous Pourriez Aimer