menu-iconlogo
huatong
huatong
avatar

তোমার চোখ কাজল কালো/সুলতান মাহমুদ

সুলতান মাহমুদhuatong
❤⃝💫𝙎𝙪𝙡𝙩𝙖𝙣_𝙈𝙖𝙝𝙢𝙪𝙙❤⃝💫huatong
Paroles
Enregistrements
তোমার চোখ কাজল কালো

কনক চাঁপা ও এন্ড্রু কিশোর

ছায়াছবি=যদি বউ সাজো গো

<=======Music======>

আপলোড=সুলতান মাহমুদ

গাজীপুর মিউজিক ক্লাব(ফ্যামিলি)

অরিজিনাল মিউজিক পেতে (ফলো করুন)

<==ID=62003515085==>

<======Reddy======>

M=তোমার চোখ কাজল কালো

তোমার অঙ্গে রূপের আলো

তোমায় লাগছে এতো ভালো

আমার চোখ ফেরানো দায়

যদি বউ সাজো গো

বুকে জড়াবো তোমায়

যদি বউ সাজো গো

বুকে জড়াবো তোমায়

F=আমার চোখ কাজল কালো

আমার অঙ্গে রূপের আলো

তুমি বলছো আরো বলো

আমার শুনতে যে মন চায়

যদি বউ সাজি গো

বুকে রেখো গো আমায়

যদি বউ সাজি গো

বুকে রেখো গো আমায়

<=======Music======>

আপলোড=সুলতান মাহমুদ

গাজীপুর মিউজিক ক্লাব(ফ্যামিলি)

অরিজিনাল মিউজিক পেতে (ফলো করুন)

<==ID=62003515085==>

<======Reddy======>

M=ঘুম ভাঙ্গিবে তোমায় চেয়ে চেয়ে

কাজে যাবো তোমার আদর পেয়ে

ফিরবো ঘরে তোমার জন্যে ভালবাসা নিয়ে

<====Short=Music====>

F=রাখবো খোপা ফুল দিয়ে বেধে

সময় যাবে তোমারি গান সেধে

মজার মজার খাবার রাখবো

তোমার জন্যে রেদে

চিরো জীবন..

চিরো জীবন ঠাই দিয়ো

তোমার দুটি পায়

M=যদি বউ সাজো গো

বুকে জড়াবো তোমায়

F=যদি বউ সাজি গো

বুকে রেখো গো আমায়

<=======Music======>

আপলোড=সুলতান মাহমুদ

গাজীপুর মিউজিক ক্লাব(ফ্যামিলি)

অরিজিনাল মিউজিক পেতে (ফলো করুন)

<==ID=62003515085==>

<======Reddy======>

F=হাত দুটি ধরে তোমার হাতে

দিনে রাতে রেখো তোমার সাথে

গয়না শাড়ি চাইবো না গো

সুখী নুনি ভাতে

<====Short=Music====>

M=ভাগ্য বানে পায়রে এমন বধু

তোমার কথা মধুর চেয়ে মধু

জানিনাতো হঠাৎ কখন করলে এমন জাদু

একই সুর..

একই সুর তুমি আমি প্রাণের একতারায়

যদি বউ সাজো গো

বুকে জড়াবো তোমায়

F=যদি বউ সাজি গো

বুকে রেখো গো আমায়

M=তোমার চোখ কাজল কালো

তোমার অঙ্গে রূপের আলো

তোমায় লাগছে এতো ভালো

আমার চোখ ফেরানো দায়

যদি বউ সাজো গো

বুকে জড়াবো তোমায়

যদি বউ সাজো গো

বুকে জড়াবো তোমায়

F=আমার চোখ কাজল কালো

আমার অঙ্গে রূপের আলো

তুমি বলছো আরো বলো

আমার শুনতে যে মন চায়

যদি বউ সাজি গো

বুকে রেখো গো আমায়

যদি বউ সাজি গো

বুকে রেখো গো আমায়

<======ধন্যবাদ======>

Davantage de সুলতান মাহমুদ

Voir toutlogo

Vous Pourriez Aimer