menu-iconlogo
huatong
huatong
avatar

[ 𝟎𝐍𝐓𝟎𝐇𝐥𝐍~𝐉𝟎𝐖𝐀𝐑 ] - 𝐉𝐀𝐙𝐏𝐄𝐑.♠️

𝐉𝐀𝐙𝐏𝐄𝐑.♠️huatong
JAZPER.♠️huatong
Paroles
Enregistrements
কতদিন পর এই দুজনার দেখা হলো আবার

সাধ জাগে আরো কাছে পাওয়ার

কত রাত পর আজ আবার খুলে গেছে দুয়ার

প্রাণে এলো অন্তহীন জোয়ার

এ যেন স্বপনের মতো ভাবনা যত

করে দিল এলোমেলো হঠাৎ।

এই মনে আঁধারের শেষে উঠেছে হেসে

চিরচেনা কোন সুন্দরী প্রভা

।।

হুম সময়ের স্রোতে ভেসে ভেসে তুমি আমি

সম্মুখে এসে বিস্ময়ে থামি

সুদূরের পথে হেটে হেঁটে আমি তুমি

গড়ে তুলি সুখের তীর্থভূমি

এ যেন স্বপনের মতো ভাবনা যত

করে দিল এলোমেলো হঠাৎ।

এই মনে আঁধারের শেষে উঠেছে হেসে

চিরচেনা কোন সুন্দরী প্রভাত।

।।।

হুম ও হো হো হো

চেতনার জলে পুড়ে পুড়ে তুমি আমি

কৃষ্ণার নীড়ে সাগরে নামি

জোছনার রোদে ভিজে ভিজে আমি তুমি

চাষ করি উষ্ণতার জমি হে

এ যেন স্বপনের মতো ভাবনা যত

করে দিল এলোমেলো হঠাৎ

কতদিন পর এই দুজনার দেখা হলো আবার।

সাধ জাগে আরো কাছে পাওয়ার

কত রাত পর আজ আবার খুলে গেছে দুয়ার

প্রাণে এলো অন্তহীন জোয়ার

এ যেন স্বপনের মতো ভাবনা যত

করে দিল এলোমেলো হঠাৎ।

এই মনে আঁধারের শেষে উঠেছে হেসে

চিরচেনা কোন সুন্দরী প্রভা।।

Davantage de 𝐉𝐀𝐙𝐏𝐄𝐑.♠️

Voir toutlogo

Vous Pourriez Aimer

[ 𝟎𝐍𝐓𝟎𝐇𝐥𝐍~𝐉𝟎𝐖𝐀𝐑 ] - 𝐉𝐀𝐙𝐏𝐄𝐑.♠️ par 𝐉𝐀𝐙𝐏𝐄𝐑.♠️ - Paroles et Couvertures