menu-iconlogo
huatong
huatong
avatar

সংসার

আসিফhuatong
💟💫For❤️U💫💟huatong
Paroles
Enregistrements
সংসার মানে তোমার আমার কুটুর কুটুর গল্প

সংসার মানে মাসে শেষে টাকার হিসেব অল্প

সংসার মানে সারাদিন টুকটাক ঝগড়া

সংসার মানে রাত্রি বেলায় ভালবাসার আখরা

সংসার মানে তোমার আমার স্বপ্ন বাধাই বুক

তুমি আমি ছাড়াও রইল উঠোন ভড়া সুখ

তুমি আমি ছাড়াও,,,রইল,,,,, উঠোন ভড়া সুখ

সংসার মানে শীতের সকালে তোমার রুপ পোহালে

সংসার মানে বেলকোনিতে শুতির শাড়ী সুকালো

সংসার মানে শীতের সকালে তোমার রুপ পোহালে

সংসার মানে বেলকোনিতে শুতির শাড়ী সুকালো

সংসার মানে ছাদের উপর টবের পরিচর্যা

সংসার মানে অহেতুক কিছু চোখের পানি খরচা

সংসার মানে অহেতুক,, কিছু,,,চোখের পানি খরচা

সংসার মানে টেলিভিশনে হুমায়ুন স্যারের নাটক

সংসার মানে ছুটির দিনে ঘড়ের ভিতর আটক

সংসার মানে টেলিভিশনে হুমায়ুন স্যারের নাটক

সংসার মানে ছুটির দিনে ঘড়ের ভিতর আটক

সংসার মানে তোমার ঘড়ে আমার সীকৃতি

সংসার মানে আমার ঘড়ে তুমি অতিথি

সংসার মানে আমার ঘড়ে তুমি অতিথি

সংসার মানে তোমার আমার কুটুর কুটুর গল্প

সংসার মানে মাসে শেষে টাকার হিসেব অল্প

সংসার মানে সারাদিন টুকটাক ঝগড়া

সংসার মানে রাত্রি বেলায় ভালবাসার আখরা

সংসার মানে তোমার আমার স্বপ্ন বাধাই বুক

তুমি আমি ছাড়াও রইল উঠোন ভড়া সুখ

তুমি আমি ছাড়াও,,,রইল,,,,, উঠোন ভড়া সুখ,,,

Davantage de আসিফ

Voir toutlogo

Vous Pourriez Aimer