menu-iconlogo
huatong
huatong
avatar

Je Matir Buke Ghumiye Ache

Abdul Hadihuatong
forhad99huatong
Paroles
Enregistrements
আ..আ..আ...

[BDSS]

যে মাটির বুকে ঘুমিয়ে আছে

লক্ষ্য মুক্তি সেনা

দেনা তরা দেনা সে মাটি আমার

অঙ্গে মাখিয়ে দেনা

যে মাটির বুকে ঘুমিয়ে আছে

লক্ষ্য মুক্তি সেনা

দেনা তরা দেনা সে মাটি আমার

অঙ্গে মাখিয়ে দেনা

......

আ..আ..আ...

[BDSS]

রোজ এখানে সূর্যওঠে আশার আলো নিয়ে

হৃদয় আমার ধন্যযে হয় আলোর পরশ পেয়ে

রোজ এখানে সূর্যওঠে আশার আলো নিয়ে

হৃদয় আমার ধন্যযে হয় আলোর পরশ পেয়ে

সে মাটি সেরে অন্য কথাও যেতে বলিস না

দেনা তরা দেনা সে মাটি আমার

অঙ্গে মাখিয়ে দেনা

[BDSS]

আ..আ..আ...

রক্তে যাদের জেগেছিল স্বাধীনতার নেশা

জীবন দিয়ে রেখে গেছে মুক্ত পথের দিশা

রক্তে যাদের জেগেছিল স্বাধীনতার নেশা

জীবন দিয়ে রেখে গেছে মুক্ত পথের দিশা

সে পথ ছেড়ে ভিন্ন পথে যেতে বলিস না

দেনা তরা দেনা সে মাটি আমার

অঙ্গে মাখিয়ে দেনা

যে মাটির বুকে ঘুমিয়ে আছে

লক্ষ্য মুক্তি সেনা

দেনা তরা দেনা সে মাটি আমার

অঙ্গে মাখিয়ে দেনা

যে মাটির বুকে ঘুমিয়ে আছে

লক্ষ্য মুক্তি সেনা

দেনা তরা দেনা সে মাটি আমার

অঙ্গে মাখিয়ে দেনা

Davantage de Abdul Hadi

Voir toutlogo

Vous Pourriez Aimer

Je Matir Buke Ghumiye Ache par Abdul Hadi - Paroles et Couvertures