চলো পাল্টাই গড়ে একরাশ সুরের মালা হার
সব কারণ ভুলে হোক আজ নতুন সমন্বয়
সুরের আলোতে আনুক ভরিয়ে একতা
সঙ্গীতের বলে ঘুচবে আঁধারের আবরণ
এসো রে, ধরো হাত
লিখি নতুন সুরের সমাহার
এসো রে, ধরো হাত
লিখি নতুন সুরের সমাহার
ভৈরবের সুর ধরে সূর্যোদয়
আলোয় ভরবে জগৎময়
সন্ধ্যেরা সুরে या मन জুড়ে
গাইবে মালকোষে রাত তারা
ঝরবে সুর মেঘমল্লার রূপে
মিলবে তাল সাত সুরের ঝংকারে
সুরের আলোতে আনুক ভরিয়ে একতা (একতা)
সঙ্গীতের বলে ঘুচবে আঁধারের আবরণ
এসো রে, ধরো হাত
লিখি নতুন সুরের সমাহার
এসো রে, ধরো হাত
লিখি নতুন সুরের সমাহার