menu-iconlogo
logo

Aj Ei Akash Kalo Hoye

logo
Paroles
দেরে না...

দে না.. দেরে না

আজ এই আকাশ কালো হয়ে

বৃষ্টি ঝরে তোকেই ধরে

ছন্দ ছাড়া হয়ে আমি

খুঁজি তোরে আপন মনে

আজ এই আকাশ কালো হয়ে

বৃষ্টি ঝরে তোকেই ধরে

ছন্দ ছাড়া..হয়ে আমি..

খুঁজি তোরে আপন মনে

মাঝে মাঝে মনে পড়ে

সেইসব দিনগুলো তুই ছিলিনা যখন

মাঝে মাঝে ক...ড়া নাড়ে..

সেই দিনগুলো তুই ছিলিনা যখন

তুই রবি আমারই

তুই ছবি আমারই

তোরে ছাড়া বাঁচি আমি কেমনে

আজ এই আকাশ কালো হয়ে

বৃষ্টি ঝরে তোকেই ধরে

ছন্দ ছাড়া.. হয়ে আমি..

খুঁজি তোরে আপন মনে

বড় একা আমি

নিজের ছায়ার মত

শূন্যতার মত

দীর্ঘশ্বাসের মত

নিঃসঙ্গ বৃক্ষের মত

নির্জল নদীর মত

বিচ্ছিন্ন দ্বীপের মত

মৌন পাহাড়ের মত

আজীবন সাজাপ্রাপ্ত দণ্ডপ্রাপ্ত আসামীর মত

বড় একা আমি বড় একা

মেঘে মেঘে কত বেলা কেটে যায় শুধু

বিষাদ এর ভেলা

তুই ছাড়া একা একা

দিন কাটেনা স্মৃতিরও ছায়ায়

তুই রবি আমারই

তুই ছবি আমারই

তোরে ছাড়া বাঁচি আমি কেমনে

আজ এই আকাশ কালো হয়ে

বৃষ্টি ঝরে তোকেই ধরে

ছন্দ ছাড়া হয়ে আমি

খুঁজি তোরে আপন মনে

দেরে না...না

দে... না.. দেরে.. না...

Aj Ei Akash Kalo Hoye par Adit - Paroles et Couvertures