menu-iconlogo
huatong
huatong
avatar

Premer Cole Marli Churi

Adnan Kabirhuatong
pattyrenshewhuatong
Paroles
Enregistrements
পিঞ্জিরা ছাড়িয়া পাখি রে উড়াল দিয়া যায়

পাখি এত নিঠুরিয়া রে, আগে বুঝি নাই

প্রেমের ছলে মারলো ছুরি, বাঁচা ভীষণ দায়

প্রেমের ছলে মারলো ছুরি, বাঁচা ভীষণ দায়

পাখি আমার যায় রে উইড়া যায় নতুন ঠিকানায়

পাখি এত নিঠুরিয়া রে, আগে বুঝি নাই

স্মৃতি হইলো দুখের নদী, কান্দি নিরালায়

কষ্টনদীর দু'কূল ভাসে তোরই বেদনায়

স্মৃতি হইলো দুখের নদী, কান্দি নিরালায়

কষ্টনদীর দু'কূল ভাসে তোরই বেদনায়

তোর ছলনায় মায়ার জালে নিঃস্ব অসহায়

তোর ছলনায় মায়ার জালে নিঃস্ব অসহায়

পাখি আমার যায় রে উইড়া যায় নতুন ঠিকানায়

পাখি এত নিঠুরিয়া রে, আগে বুঝি নাই

আপন ভেবে বুকের কোণে দিলাম যারে ঠাঁই

প্রেম-অনলে তিলে তিলে পুইড়া করলো ছাই

আপন ভেবে বুকের কোণে দিলাম যারে ঠাঁই

প্রেম-অনলে তিলে তিলে পুইড়া করলো ছাই

রক্তক্ষরণ প্রতি ক্ষণে আমার কলিজায়

রক্তক্ষরণ প্রতি ক্ষণে আমার কলিজায়

পাখি আমার যায় রে উইড়া যায় নতুন ঠিকানায়

পাখি এত নিঠুরিয়া রে, আগে বুঝি নাই

Davantage de Adnan Kabir

Voir toutlogo

Vous Pourriez Aimer