menu-iconlogo
huatong
huatong
avatar

যে রুপ লইয়া বড়াই করো রে বেঈমান

Akash Mahmudhuatong
steve.barkerhuatong
Paroles
Enregistrements
যে রূপ লইয়া বড়াই করোরে বেঈমান

যে রূপ লইয়া বড়াই করোরে বেঈমান

সে রূপ হয়তো নাই আমার

সুন্দরের অহংকার একদিন

ভাঙবে রে তোমার

জানি সুন্দরের অহংকার একদিন

ভাঙবে রে তোমার,

যে রূপ লইয়া বড়াই করোরে বেঈমান

যে রূপ লইয়া বড়াই করোরে বেঈমান

সে রূপ হয়তো নাই আমার

সুন্দরের অহংকার একদিন

ভাঙবে রে তোমার

জানি সুন্দরের অহংকার একদিন

ভাঙবে রে তোমার

রূপ দেখিয়া তোমায় আমি

বাসি নাই যে ভালো

মনের বদল মন চাহিয়া

বিফল সবই গেলো

একদিন তুমি বুঝবে ঠিকই রে বেঈমান

একদিন তুমি বুঝবে ঠিকই রে বেঈমান

সার হইবে চোখে আন্ধার

সুন্দরের অহংকার একদিন

ভাঙবে রে তোমার

জানি সুন্দরের অহংকার একদিন

ভাঙবে রে তোমার..

সুন্দর মুখের আড়ালেতে

অসুন্দর এক মন

বড়ো দেরি হইলো আমার

বুঝিলাম যখন

আমারে আঘাত করিয়া রে বেঈমান

আমারে আঘাত করিয়া রে বেঈমান

কত সুখী হইবি আর

সুন্দরের অহংকার একদিন

ভাঙবে রে তোমার

জানি সুন্দরের অহংকার একদিন

ভাঙবে রে তোমার..

শেষ কথাটা বলিয়া যাই

শুনো ওরে বেঈমান

সর্ব কুল হারাইয়া একদিন হইবে অপমান

জাহাঙ্গীর রানা কয় বেঈমান রে বেঈমান

জাহাঙ্গীর রানা কয় বেঈমান রে বেঈমান

কাঁদবে একদিন বেশুমার

সুন্দরের অহংকার একদিন

ভাঙবে রে তোমার

জানি সুন্দরের অহংকার একদিন

ভাঙবে রে তোমার..

যে রূপ লইয়া বড়াই করোরে বেঈমান

যে রূপ লইয়া বড়াই করোরে বেঈমান

সে রূপ হয়তো নাই আমার

সুন্দরের অহংকার একদিন

ভাঙবে রে তোমার

জানি সুন্দরের অহংকার একদিন

ভাঙবে রে তোমার,

সুন্দরের অহংকার একদিন

ভাঙবে রে তোমার

জানি সুন্দরের অহংকার একদিন,,

ভাঙবে রে তোমার..।

️ধন্যবাদ সবাইকে ️

আবার দেখা হবে নতুন কোন গানে

Davantage de Akash Mahmud

Voir toutlogo

Vous Pourriez Aimer

যে রুপ লইয়া বড়াই করো রে বেঈমান par Akash Mahmud - Paroles et Couvertures