menu-iconlogo
huatong
huatong
alamgir-amar-har-kala-korlam-re-cover-image

Amar Har Kala Korlam re.

Alamgirhuatong
princesssaladahuatong
Paroles
Enregistrements

আমার হার কালা করলাম রে

আমার দেহ কালার লাইগা রে

ওরে অন্তর কালা করলাম রে

দুরন্ত পরবাসে

আমার হার কালা করলাম রে

আমার দেহ কালার লাইগা রে

ওরে অন্তর কালা করলাম রে

দুরন্ত পরবাসে

মনো রে

ওরে হাইল্যা লকের লাঙ্গল বাকাঁ

জনম বাকাঁ চাদঁ রে

জনম বাকাঁ চাদঁ

ওরে হাইল্যা লকের লাঙ্গল বাকাঁ

জনম বাকাঁ চাদঁ রে

জনম বাকাঁ চাদঁ

তার চাইতে অধিক বাকাঁ হায় হায়

তার চাইতে অধিক বাকা

যারে দিছি প্রাণ রে

দুরন্ত পরবাসে

মনো রে

ওরে কূল বাকাঁ গাঙ বাকাঁ

বাকাঁ গাঙের পানি রে

বাকাঁ গাঙের পানি

ওরে কূল বাকাঁ গাঙ বাকাঁ

বাকাঁ গাঙের পানি রে

বাকাঁ গাঙের পানি

সকল বাকাঁয় বায়লাম নৌকা হায় হায়

সকল বাকাঁয় বায়লাম নৌকা

তবু বাকাঁ রে না জানি

দুরন্ত পরবাসে

আমার হাড় কালা করলাম রে

আরে আমার দেহ কালার লাইগারে

ওরে অন্তর কালা করলাম রে

দুরন্ত পরবাসে

মনো রে

ওরে হাড় হইলো জড়োজড়ো

অন্তর হইল পোড়া রে

আমার অন্তর হইল পোড়া

ওরে হাড় হইলো জড়োজড়ো

অন্তর হইল পোড়া রে

আমার অন্তর হইল পোড়া

পিড়িতি ভাঙ্গিয়া গেলে হায় হায়

পিড়িতি ভাঙ্গিয়া গেলে

নাহি লাগে জোড়া রে

দুরন্ত পরবাসে

আমার হাড় কালা করলাম রে

আরে আমার দেহ কালার লাইগারে

ওরে অন্তর কালা করলাম রে

দুরন্ত পরবাসে

আমার হাড় কালা করলাম রে

আরে আমার দেহ কালার লাইগারে

ওরে অন্তর কালা করলাম রে

দুরন্ত পরবাসে

Davantage de Alamgir

Voir toutlogo

Vous Pourriez Aimer