menu-iconlogo
huatong
huatong
avatar

আমার সারা দেহ,খেওগো মাটি Amar Sara Deho

Andrew Kishorhuatong
msknabelhuatong
Paroles
Enregistrements
আমার সারা দেহ,খেওগো মাটি

হো ও ও

এই চোখ দোটু মাটি খেওনা..

আমি মরে গেলেও তারে দেখার সাধ

মিটবে না গো মিটবে না

তারে এক জনমে ভালবেসে

ভরবেনা মন ভরবে না

আমার সারা দেহ খেওগো মাটি

হো ও ও

ওরে ইচ্ছে করে বুকের ভেতর

লোকিয়ে রাখী তারে

ওরে ইচ্ছে করে বুকের ভেতর

লোকিয়ে রাখী তারে

যেন না পারে সে যেতে আমায়

কোন দিন ও ছেড়ে

আমি এই জগতে তারে চারা

থাকবো না গো থাকবো না

তারে এক জনমে ভালবেসে

ভরবেনা মন ভরবে না

আমার সারা দেহ খেওগো মাটি

হো ও ও

ওরে এই না ভূবন ছারতে হবে

দুদিন আগে পরে

ওরে এই না ভূবন ছারতে হবে

দুদিন আগে পরে

বিধি একই সঙ্গে রেখো মোদের

একই মাটির ঘরে

আমি অই না ঘরে থাকতে একা

পারবো না গোপারবো না

তারে এক জনমে ভালবেসে

ভরবেনা মন ভরবে না

আমার সারা দেহ খেওগো মাটি

হো ও ও

এই চোখ দোটু মাটি খেওনা

আমি মরে গেলেও তারে দেখার সাধ

মিটবে না গো মিটবে না

তারে এক জনমে ভালবেসে

ভরবেনা মন ভরবে না

আমার সারা দেহ খেওগো মাটি

হো ও ও

Davantage de Andrew Kishor

Voir toutlogo

Vous Pourriez Aimer