menu-iconlogo
huatong
huatong
avatar

কাছে আসা হল ভালবাসা হল

Andrew Kishore/Baby Nazninhuatong
🌹❤👏_UZZAL-SHARMA_👏🌹❤huatong
Paroles
Enregistrements
কাছে আসা হল

ভালবাসা হল

তার পর কি হবে বলনা,

কাছে আসা হল

ভালবাসা হল

তার পর কি হবে বলনা

আমি বউ হব,বউ হব,

এইতো মনের বাসনা

হো..ও..কাছে আসা হল

ভালবাসা হল

তার পর কি হবে বলনা..

আমি বউ হব,বউ হব,

এইতো মনের বাসনা

হো.. ও..কাছে আসা হল

ভালবাসা হল

তার পর কি হবে বলনা..

বউ হয়ে যেদিন আসবে ঘরে

ঐ জানলা দুয়ার আর খুলব না রে

দিন রাত কাটবে বন্ধ ঘরে

ওগো স্বামী তোমার শুধু সেবা করে

বউ হয়ে যেদিন আসবে ঘরে

ঐ জানলা দুয়ার আর খুলব না রে

দিন রাত কাটবে বন্ধ ঘরে

ওগো স্বামী তোমার শুধু সেবা করে

দেরী তো সহেনা তাড়াতাড়ি করনা

কবুল কবুল বলনা

ও..মেলা মেশা হল

নেশা বেড়ে গেল

তার পর কি হবে বলনা

তুমি বউ হবে,বউ হবে,

এইতো মনের বাসনা

ও..কাছে আসা হল

ভালবাসা হল

তার পর কি হবে বলনা..

ঐ বুকে পেলাম স্বর্গ খোজে

কেউ এখান থেকে নিতে পারবেনা যে

ঝড় যতই আসুক পথের মাঝে

যাব ঠিকানাতে থেমে থাকবনা যে

ঐ বুকে পেলাম স্বর্গ খোজে

কেউ এখান থেকে নিতে পারবেনা যে

ঝড় যতই আসুক পথের মাঝে

যাবো ঠিকানাতে থেমে থাকবনা যে

প্রেমে যে পড়েনা কি যে মধু জানেনা

ওদের কপাল ভালো না

ও..কাছে আসা হল

ভালোবাসা হলো

তার পর কি হবে বলনা

আমি বউ হব,বউ হব,

এইতো মনের বাসনা

ও..কাছে আসা হল

ভালবাস হল

তার পর কি হবে বলনা..

Davantage de Andrew Kishore/Baby Naznin

Voir toutlogo

Vous Pourriez Aimer