menu-iconlogo
logo

তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ

logo
Paroles
তুমি হাজার ফুলের মাঝে

একটি গোলাপ

তুমি হাজার তাঁরার মাঝে,

একটি যে চাঁদ

তুমি যে আমারি

তোমারি তোমারি তোমারি

-------- ---------

তুমি হাজার ফুলের মাঝে

একটি গোলাপ

তুমি হাজার তাঁরার মাঝে,

একটি যে চাঁদ

তুমি যে... আমারি

তোমারি তোমারি তোমারি

আমাকে ছেড়ে তুমি যেওনা

না না না যাবো না

তুমি হাজার ফুলের মাঝে

একটি গোলাপ

তুমি হাজার তাঁরার মাঝে,

একটি যে চাঁদ

---- -----

অন্তরে তুমি

এমনি ভালোবাসা

এরই নাম সাধ

এরই নাম আশা

-----

ও অন্তরে তুমি

এমনি ভালোবাসা

এরই নাম সাধ এরই নাম আশা

আমাকে ছেড়ে তুমি যেওনা

না না না যাবো না

তুমি হাজার ফুলের মাঝে

একটি গোলাপ

তুমি হাজার তাঁরার মাঝে,

একটি যে চাঁদ

----------------

------------------

জীবনের চেয়ে কিছুই নাই দামি

সে জীবন তোমায়,

দিলাম আজ আমি

-----

ও জীবনের চেয়ে কিছুই নাই দামি

সে জীবন তোমায়,

দিলাম আজ আমি

আমাকে ছেড়ে তুমি যেওনা

না না না যাবো না

তুমি হাজার ফুলের মাঝে

একটি গোলাপ

তুমি হাজার তাঁরার মাঝে,

একটি যে চাঁদ

তুমি যে আমারি

তোমারি, তোমারি তোমারি

আমাকে ছেড়ে তুমি যেওনা

না না না যাবো না

তুমি হাজার ফুলের মাঝে

একটি গোলাপ

তুমি হাজার তাঁরার মাঝে,

একটি যে চাঁদ

তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ par Andrew Kishore/Kanak Chapa - Paroles et Couvertures