menu-iconlogo
logo

Emon Ekta Din Nai এমন একটা দিন নাই

logo
Paroles
এমন একটা দিন নাই

এমন একটা রাত নাই

তোমায় নিয়ে ভাবেনি এ মন..

হায় রে তুমি ছাড়া বাঁচেনা জীবন..।

এমন একটা দিন নাই

এমন একটা রাত নাই

তোমায় নিয়ে ভাবেনি এ মন..

হায় রে তুমি ছাড়া বাঁচেনা জীবন..

হায় রে তুমি ছাড়া বাঁচেনা জীবন..।

হাজার লোকের ভীড়ে আমি

তোমায় খুঁজে নিয়েছি,

চির কালের তরে মনটা

তোমায় দিয়ে দিয়েছি।

হাজার লোকের ভীড়ে আমি

তোমায় খুঁজে নিয়েছি,

চির কালের তরে মনটা

তোমায় দিয়ে দিয়েছি।

এমন একটা দিন নাই

এমন একটা রাত নাই

তোমায় নিয়ে ভাবেনি এই মন..

হায় রে তুমি আমার সারাটি ভূবন..

হায় রে তুমি আমার সারাটি ভূবন..।

তোমার জন্য আমি শুধু

এই জগতে এসেছি,

তোমার প্রেমে মরতে পারি

এমন ভালবেসেছি।

তোমার জন্য আমি শুধু

এই জগতে এসেছি,

তোমার প্রেমে মরতে পারি

এমন ভালবেসেছি।

এমন একটা দিন নাই

এমন একটা রাত নাই

তোমায় নিয়ে ভাবেনি এ মন..

হায় রে তুমি দুঃখ সুখেরই পবন..

হায় রে তুমি দুঃখ সুখেরই পবন..।

এমন একটা দিন নাই

এমন একটা রাত নাই

তোমায় নিয়ে ভাবেনি এই মন

হায় রে তুমি ছাড়া বাঁচেনা জীবন..

এমন একটা দিন নাই

এমন একটা রাত নাই

তোমায় নিয়ে ভাবেনি এ মন

হায় রে তুমি ছাড়া বাঁচেনা জীবন

হায় রে তুমি ছাড়া বাঁচেনা জীবন..

Emon Ekta Din Nai এমন একটা দিন নাই par Andrew Kishore/Kanak Chapa - Paroles et Couvertures