menu-iconlogo
logo

tomar chokh kajol kalo তোমার চোখ কাজল কালো

logo
Paroles
মেয়ে:আহা..হা..আহা..আ..

আআ..আ..আআ..আ..

ও..হোহো..হো...

ছেলে:তোমার চোখ কাজল কালো

তোমার অঙ্গে রূপের আলো

তোমায় লাগছে এতো ভালো

আমার চোখ ফেরানো দায়

যদি বউ সাজো গো

বুকে জড়াবো তোমায়

যদি বউ সাজো গো

বুকে জড়াবো তোমায়

মেয়ে:আমার চোখ কাজল কালো

আমার অঙ্গে রূপের আলো

তুমি বলছ আরো বলো

আমার শুন্তে যে মন চায়

যদি বউ সাজি গো

বুকে রেখো গো আমায়

যদি বউ সাজি গো

বুকে রেখো গো আমায়

ছেলে:ঘুম ভাঙ্গিবে তোমায় চেয়ে চেয়ে

কাজে যাবো তোমার আদর পেয়ে

ফিরবো ঘরে তোমার

জন্যে ভালবাসা নিয়ে

মেয়ে:রাখবো খোপা ফুল দিয়ে বেধে

সময় যাবে তোমারি জান সেজে

মজার মজার খাবার রাখবো

তোমার জন্যে রেদে

চিরো জীবন..

চিরো জীবন ঠাই দিয়ো

তোমার দুটি পায়

ছেলে:যদি বউ সাজো গো

বুকে জড়াবো তোমায়

মেয়ে:যদি বউ সাজি গো

বুকে রেখো গো আমায়

মেয়ে:হাত দুটি ধরে তোমার হাতে

দিনেরাতে রেখো তোমার সাথে..

গয়না শাড়ি চাইবো নাগো

সুখী নুনে ভাতে

ছেলে:ভাগ্য ভানে পায়রে এমন বধু

তোমার কথা মধুর চেয়ে মধু

জানিনাতো হঠাৎ কখন করলে এমন জাদু

একি সুর..

একি সুর তুমি আমি প্রাণের একতারা

যদি বউ সাজো গো

বুকে জড়াবো তোমায়

মেয়ে:যদি বউ সাজি গো

বুকে রেখো গো আমায়

ছেলে:তোমার চোখ কাজল কালো

তোমার অঙ্গে রূপের আলো

তোমায় লাগছে এতো ভালো

আমার চোখ ফেরানো দায়

যদি বউ সাজো গো

বুকে জড়াবো তোমায়

যদি বউ সাজো গো

বুকে জড়াবো তোমায়

মেয়ে:আমার চোখ কাজল কালো

আমার অঙ্গে রূপের আলো

তুমি বলছ আরো বলো

আমার শুন্তে যে মন চায়

যদি বউ সাজি গো

বুকে রেখো গো আমায়

যদি বউ সাজি গো

বুকে রেখো গো আমায়

tomar chokh kajol kalo তোমার চোখ কাজল কালো par Andrew Kishore/Konok Chapa - Paroles et Couvertures