menu-iconlogo
logo

আমার সারা দেহ খেওগো মাটি

logo
Paroles

আমার সারা দেহ,খেওগো মাটি

হো ও ও

এই চোখ দোটু মাটি খেওনা..

আমি মরে গেলেও তারে দেখার সাধ

মিটবে না গো মিটবে না

তারে এক জনমে ভালবেসে

ভরবেনা মোর ভরবে না

আমার সারা দেহ খেওগো মাটি

হো ও ও

জীবন সাথি

Follow me

ওরে ইচ্ছে করে বুকের ভেতর

লোকিয়ে রাখী তারে

ওরে ইচ্ছে করে বুকের ভেতর

লোকিয়ে রাখী তারে

যেন না পারে সে যেতে আমায়

কোন দিন ও ছেড়ে

আমি এই জগতী তারে চারা

থাকবো না গো থাকবো না

তারে এক জনমে ভালবেসে

ভরবেনা মোর ভরবে না

আমার সারা দেহ খেওগো মাটি

হো ও ও

জীবন সাথি

Follow me

ওরে এই না ভূবন ছারতে হবে

দুদিন আগে পরে

ওরে এই না ভূবন ছারতে হবে

দুদিন আগে পরে

বিধি একই সঙ্গে রেখো মোদের

একই মাটির ঘরে

আমি অই না ঘরে থাকতে একা

পারবো না গোপারবো না

তারে এক জনমে ভালবেসে

ভরবেনা মোর ভরবে না

আমার সারা দেহ খেওগো মাটি

হো ও ও

এই চোখ দোটু মাটি খেওনা

আমি মরে গেলেও তারে দেখার সাধ

মিটবে না গো মিটবে না

তারে এক জনমে ভালবেসে

ভরবেনা মোর ভরবে না

আমার সারা দেহ খেওগো মাটি

হো ও ও

দন্যবাধ সবাইকে

আমার সারা দেহ খেওগো মাটি par Andrew Kishore - Paroles et Couvertures