menu-iconlogo
logo

আমি পাথরে ফুল ফোটাবো

logo
Paroles
আমি পাথরে ফুল ফোটাবো

শুধু ভালোবাসা দিয়ে

আমি পাথরে ফুল ফোটাবো

শুধু ভালোবাসা দিয়ে

আমি সাগরের ঢেউ থামাবো

শুধু ভালোবাসা দিয়ে

তুমি যদি থাকো, আমারি পাশে

আমি পাথরে ফুল ফোটাবো

শুধু ভালোবাসা দিয়ে

আমি সাগরের ঢেউ থামাবো

শুধু ভালোবাসা দিয়ে

তুমি যদি থাকো, আমারি পাশে

আমি পাথরে ফুল ফোটাবো

শুধু ভালোবাসা দিয়ে

মনে মনে যারে

খুঁজে চলি আমি

জানিনা তো কোথায়

আছো সেই তুমি

ও মনে মনে যারে

খুঁজে চলি আমি

জানিনা তো কোথায়

আছো সেই তুমি

ডাকো কাছে ডাকো,

সাথী হয়ে থাকো

এই জীবনে

আমি পাথরে ফুল ফোটাবো

শুধু ভালোবাসা দিয়ে

আমি সাগরের ঢেউ থামাবো

শুধু ভালোবাসা দিয়ে

ঝিকিমিকি তাঁরা

জ্বলে আর নেবে

কাটেনা যে সময়

তোমায় ভেবে ভেবে

ও ঝিকিমিকি তাঁরা

জলে আর নেবে

কাটেনা যে সময়

তোমায় ভেবে ভেবে

কবে দেখা দেবে

কাছে টেনে নিবে

এই ভুবনে

আমি পাথরে ফুল ফোটাবো

শুধু ভালোবাসা দিয়ে

আমি সাগরের ঢেউ থামাবো

শুধু ভালোবাসা দিয়ে

তুমি যদি থাকো,

আমারি পাশে

আমি পাথরে ফুল ফোটাবো

শুধু ভালোবাসা দিয়ে

আমি সাগরের ঢেউ থামাবো

শুধু ভালোবাসা দিয়ে

আমি পাথরে ফুল ফোটাবো par Andrew Kishore - Paroles et Couvertures