menu-iconlogo
huatong
huatong
avatar

Dak diyacen doyal amare

Androkishorhuatong
78004314183huatong
Paroles
Enregistrements
ডাক দিয়াছেন দয়াল আমারে

রইবনা আর বেশী দিন তোদের মাজারে

হায়রে ডাক দিয়াছেন দয়াল আমারে

রইবনা আর বেশী দিন তোদের মাজারে

হায়রে ডাক দিয়াছেন দয়াল আমারে।

ও আমি চলতে পথে দু’দিন থামিলাম

ভালোবাসার মালা খানি গলে পরিলাম

আমি গলে পরিলাম।

ও আমি চলতে পথে দু’দিন থামিলাম

ভালোবাসার মালা খানি গলে পরিলাম

আমার সাধের মালা

আমার সাধের মালা যায়রে ছিড়ে

রইবনা আর বেশী দিন তোদের মাজারে

হায়রে ডাক দিয়াছেন দয়াল আমারে।।

ও অমি কত জনে কত কি দিলাম

যাইবার কালে একজনারো দেখা না পাইলাম

আমি দেখা না পাইলাম।

ও অমি কত জনে কত কি দিলাম

যাইবার কালে একজনারো দেখা না পাইলাম

আমার সংগের সাথী

আমার সংগের সাথী কেউ হলো না রে

রইবনা আর বেশী দিন তোদের মাজারে

হায়রে ডাক দিয়াছেন দয়াল আমারে

রইবনা আর বেশী দিন তোদের মাজারে।।

Davantage de Androkishor

Voir toutlogo

Vous Pourriez Aimer