menu-iconlogo
huatong
huatong
avatar

Mon Goli - From "Ghawre Ferar Gaan"

Anirban Sikdarhuatong
showme23huatong
Paroles
Enregistrements
স্বপ্নে মরা রঙীন পথে

নাম নাজানা ঠিকানা

আলতো করে সাত সুরে

তোর হাতটা ছোঁয়ার বাহানা

মন রেখেছি তোর আঁচলে

আলগা সুতো নিছক ভুল

ঝড়ের ভীষণ দমকা হাওয়াও

স্থির রেখেছে গভীর মূল

তোর মন গলিটার হদিস করতে চাই

যেন সেই পাড়াতেই হারিয়ে আরাম পাই

তোর মন গলিটার হদিস করতে চাই

যেন সেই পাড়াতেই হারিয়ে আরাম পাই

তোর ছন্দে, তোর কবিতায়

নির্জনে খুব বাঁধবো বাসা

তোর সুরেতে, তোর আবেগে

সুখে থাকার টুকরো আশা

তোর ছন্দে, তোর কবিতায়

নির্জনে খুব বাঁধবো বাসা

তোর সুরেতে, তোর আবেগে

সুখে থাকার টুকরো আশা

বইবে মনে প্রেমের নদী

কান্না হাসির চাদরে

রাখবি বুকে তুই আমাকে

আলগা হাসির আদরে

তোর মন গলিটার হদিস করতে চাই

যেন সেই পাড়াতেই হারিয়ে আরাম পাই

তোর মন গলিটার হদিস করতে চাই

যেন সেই পাড়াতেই হারিয়ে আরাম পাই

Davantage de Anirban Sikdar

Voir toutlogo

Vous Pourriez Aimer

Mon Goli - From "Ghawre Ferar Gaan" par Anirban Sikdar - Paroles et Couvertures