Sare Tin Hat Mati
Song by Love Runs Blind (LRB)
UP & Remake : Subconscious_?
টাকা কড়ি ধন সম্পত্তি
অনেক অনেক বাড়ী গাড়ি
ঠিকানার ছরাছরি
আমি তুমি বারাবারি
মরলে সঙ্গে যাবেনা
কোনই কিছুই তোমার অংশীদারি
ঠিকানা শুধু এক সমাধি
সাড়ে তিন হাত মাটি
ঠিকানা শুধু এক সমাধি
সাড়ে তিন হাত মাটি
টাকা কড়ি ধন সম্পত্তি
অনেক অনেক বাড়ী গাড়ি
ঠিকানার ছরাছরি
আমি তুমি বারাবারি
মরলে সঙ্গে যাবেনা
কোনই কিছুই তোমার অংশীদারি
ঠিকানা শুধু এক সমাধি
সাড়ে তিন হাত মাটি
ঠিকানা শুধু এক সমাধি
সাড়ে তিন হাত মাটি
== MUSIC ==
সংসারে যুদ্ধ চলে
কারণ হলো জায়গা জমি
দেহ ত্যাগ করার পরে
স্মৃতি হয়ে যাবে জানি
মরলে সঙ্গে যাবেনা
কোনই কিছু ই তোমার অংশীদারি
ঠিকানা শুধু এক সমাধি
সাড়ে তিন হাত মাটি
ঠিকানা শুধু এক সমাধি
সাড়ে তিন হাত মাটি
== MUSIC ==
সুখের আশা
পৃথিবীতে করে সবাই শুধু জানি
উপর থেকে ডাক এলে
উড়াল দেবে জীবন পাখি
মরলে সঙ্গে যাবেনা
কোনই কিছু ই তোমার অংশীদারি
ঠিকানা শুধু এক সমাধি
সাড়ে তিন হাত মাটি
ঠিকানা শুধু এক সমাধি
সাড়ে তিন হাত মাটি
টাকা কড়ি ধন সম্পত্তি
অনেক অনেক বাড়ী গাড়ি
ঠিকানার ছরাছরি
আমি তুমি বারাবারি
মরলে সঙ্গে যাবেনা
কোনই কিছু ই তোমার অংশীদারি
ঠিকানা শুধু এক সমাধি
সাড়ে তিন হাত মাটি
ঠিকানা শুধু এক সমাধি
সাড়ে তিন হাত মাটি
ঠিকানা শুধু এক সমাধি
সাড়ে তিন হাত মাটি
== Thank You ==