menu-iconlogo
huatong
huatong
avatar

Hridoyer Rang (Lofi)

Anupam Roy/Lagnajita Chakrabortyhuatong
foxymammahuatong
Paroles
Enregistrements
ওরা মনের গোপন চেনে না

ওরা হৃদয়ের রং জানে না

প্রজাপতি ডানা ছুঁলো বিবাহ বাসরে

কেন সারারাত জেগে বাড়ি ফিরি ভোরে

ওরা মনের গোপন চেনে না

ওরা হৃদয়ের রং জানে না

তুমি চিরদিন, ভিষণ কঠিন

তোমার ঘর ভেসে যায় ওরা

মুখ দেখে বুঝতে পারে না

তুমি চিরদিন, ভিষণ কঠিন

তোমার ঘর ভেসে যায় ওরা

মুখ দেখে বুঝতে পারে না

ওরা এ মন কেমন বোঝে না

ওরা আসল কারণ খোঁজে না

তুমি চিরকাল , স্বপ্নে মাতাল

হেটে সারাজীবন ধরে , ঝড় বৃষ্টি মাথায় করে

তুমি চিরকাল , স্বপ্নে মাতাল

হেটে সারাজীবন ধরে , ঝড় বৃষ্টি মাথায় করে

ওরা মনের গোপন চেনে না

ওরা হৃদয়ের রং জানে না

প্রজাপতি ডানা ছুঁলো বিবাহ বাসরে

কেন সারারাত জেগে বাড়ি ফিরি ভোরে

ওরা মনের গোপন চেনে না

ওরা হৃদয়ের রং জানে না

Davantage de Anupam Roy/Lagnajita Chakraborty

Voir toutlogo

Vous Pourriez Aimer