menu-iconlogo
logo

Pothe jete dekhi ami taare

logo
avatar
Anwarlogo
⚜️HAFIZ-UDDIN⚜️logo
Chanter dans l’Appli
Paroles
কথাঃ সুর ও শিল্পী আনোয়ার উদ্দিন খান

আপলোডার হাফিজ উদ্দিন

পথে যেতে দেখি আমি যারে

কপালে টিপের যাদু কপলে ফাগুন

কোন তালি অমানিষা হৃদয়ে আগুন

আমি মনের মানুষ বলি তারে

কোন তালি অমানিষা হৃদয়ে আগুন

আমি মনের মানুষ বলি তারে

পথে যেতে

মনে হয় ফুল হই কুঞ্জবনে

মনে হয় ফুল হই কুঞ্জবনে

তার একটু পরশ নেই উক্তখনে

যদি খুপায় সে পড়ে আমারে

যদি খুপায় সে পড়ে আমারে

কোন তালি অমানিষা হৃদয়ে আগুন

আমি মনের মানুষ বলি তারে

কোন তালি অমানিষা হৃদয়ে আগুন

আমি মনের মানুষ বলি তারে

পথে যেতে।

বুকে তার কত যে ঢেউ

আমি মুখতে পারিনা যে বলি

কেন সে আমারে চায় ছলিতে

কেন সে আমারে চায় ছলিতে।

মনে হয় মধু মাসে ঐ মধু কর

মনে হয় মধু মাসে ঐ মধু কর

শুধু গুঞ্জনে ভরিতার অলস প্রহর

রাখি একটু পরশ তার শাড়ীর পারে

রাখি একটু পরশ তার শাড়ীর পারে

কোন তালি অমানিষা হৃদয়ে আগুন

আমি মনের মানুষ বলি তারে

কোন তালি অমানিষা হৃদয়ে আগুন

আমি মনের মানুষ বলি তারে

পথে যেতে দেখি আমি যারে

কপালে টিপের যাদু কপলে ফাগুন

কোন তালি অমানিষা হৃদয়ে আগুন

আমি মনের মানুষ বলি তারে

কোন তালি অমানিষা হৃদয়ে আগুন

আমি মনের মানুষ বলি তারে

আমি মনের মানুষ বলি তারে

আমি মনের মানুষ বলি তারে

Pothe jete dekhi ami taare par Anwar - Paroles et Couvertures