menu-iconlogo
logo

Bhalobashi Bhalobashi

logo
Paroles
ভালোবাসি ভালোবাসি

এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায়

বাজায় বাঁশি

ভালোবাসি ভালোবাসি

আকাশে কার বুকের মাঝে ব্যথা বাজে

দিগন্তে কার কালো আঁখি আঁখির জলে যায় ভাসি

ভালোবাসি ভালোবাসি ভালোবাসি

সেই সুরে সাগরকূলে বাঁধন খুলে অতল রোদন উঠে দুলে

সেই সুরে বাজে মনে অকারণে ভুলে-যাওয়া গানের বাণী ভোলা দিনের কাঁদন কাঁদন-হাসি

ভালোবাসি ভালোবাসি

ভালোবাসি ভালোবাসি

এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায়

বাজায় বাঁশি

ভালোবাসি ভালোবাসি