menu-iconlogo
huatong
huatong
arfin-rumeynancy-dolna-eka-eka-arfin-rumey-and-nancy-dolna-eka-eka-lyrics-cover-image

Arfin Rumey and Nancy Dolna Eka Eka (lyrics

Arfin Rumey/Nancy Dolna Eka Ekahuatong
missthang21huatong
Paroles
Enregistrements
দোলনা একা একা দুলতে

পারে না, তাকে দোলাতে হয়

তুমি দোলা দাও

আর আমি দুলে যাই

দোলনায় দোলনায় দোলনায় . . .

তুমি দোলা দাও

আর আমি দুলে যাই

দোলনায় দোলনায় দোলনায় . . .

চাঁদের নিজের কোনো আলো নেই, জানো?

সূর্য আড়াল থেকে আলো দিয়ে যায়.

চাঁদের নিজের কোনো আলো নেই, জানো?

সূর্য আড়াল থেকে আলো দিয়ে যায়.

তুমি দোলা দাও

আর আমি দোল খাই

দোলনায় দোলনায় দোলনায় . . .

তুমি দোলা দাও

আর আমি দোল খাই

দোলনায় দোলনায় দোলনায় . . .

দোল খেতে খেতে

চোঁখে এসে গেলে ঘুম

ঘুমের ভিতরে কিযে

হবে ভাবি হমম... হমম

যাই হয় হউক

তুমি দিয়ো তাতে সায়

তুমি দোলা দাও

আর আমি দোল খাই

দোলনায় দোলনায় দোলনায় . . .

হাওয়া দোলা দেয়

তুমি আমি দোল খায়

দোলনায়... দোলনায়.

NI NI SA GA RE MA PA NI

GA RE SA GA MA

Davantage de Arfin Rumey/Nancy Dolna Eka Eka

Voir toutlogo

Vous Pourriez Aimer