menu-iconlogo
huatong
huatong
arijit-chakrabortykajol-chatterjee-aro-ekbar-e-mon-tomake-chay-cover-image

Aro Ekbar E Mon Tomake Chay

Arijit Chakraborty/Kajol Chatterjeehuatong
nishahall14huatong
Paroles
Enregistrements
আরও একবার এ মন তোমাকে চায়

কিছু আবদার তোমাকে করতে চায়

তুমি জুড়ে আমার মনের কল্পনার মিছিলে

চাইছে মন তোমায় ঘিরি আদরে

ও, চলো হারাই দূর নীল সীমানা ছাড়িয়ে

ভাসবো মেঘপালকেরই চাদরে

তুমি ছাড়া পাগল এ মন

নিঃস্ব জীবন তুমি ছাড়া

তুমি ছাড়া পাগল এ মন

নিঃস্ব জীবন তুমি ছাড়া

ইচ্ছেরা আমার মেলছে যে ডানা

তোমার এ আকাশের নীলাভে

তোমার আশকারায় এ মন ছন্নছাড়া

কত কী যে বলে যায় আনমনে

তুমি জুড়ে আমার মনের কল্পনার মিছিলে

চাইছে মন তোমায় ঘিরি আদরে

ও, চলো হারাই দূর নীল সীমানা ছাড়িয়ে

ভাসবো মেঘপালকেরই চাদরে

তুমি ছাড়া পাগল এ মন

নিঃস্ব জীবন তুমি ছাড়া

তুমি ছাড়া পাগল এ মন

নিঃস্ব জীবন তুমি ছাড়া

Davantage de Arijit Chakraborty/Kajol Chatterjee

Voir toutlogo

Vous Pourriez Aimer