menu-iconlogo
huatong
huatong
avatar

Tomake Chai

Arijit Singh/Arindomhuatong
nathantravis1huatong
Paroles
Enregistrements
তোমার নামের রোদ্দুরে

আমি ডুবেছি সমুদ্দুরে

জানি না যাব কতদুরে এখনও

তোমার নামের রোদ্দুরে

আমি ডুবেছি সমুদ্দুরে

জানি না যাব কতদুরে এখনও

আমার পোড়া কপালে

আর আমার সন্ধ্যে সকালে

তুমি কেন এলে জানি না এখনও

ফন্দি আটে মন পালাবার

বন্দি আছে কাছে সে তোমার

যদি সত্যি জানতে চাও

তোমাকে চাই, তোমাকে চাই

যদি মিথ্যে মানতে চাও

তোমাকেই চাই

যদি সত্যি জানতে চাও

তোমাকে চাই, তোমাকে চাই

যদি মিথ্যে মানতে চাও

তোমাকেই চাই

হলো শুরু সাতদিনে

এই খেলাধুলো রাতদিনের

জানি বারণ করার সাধ্যি নেই আর আমার

তোমার নামের মন্দিরে

আর তোমার নামের মসজিদে

আমি কথা দিয়ে এসেছি বারবার

বিন্দু থেকে সিন্ধু হয়ে যাও

তুমি ইচ্ছেমত আমাকে সাজাও

যদি সত্যি জানতে চাও

তোমাকে চাই, তোমাকে চাই

যদি মিথ্যে মানতে চাও

তোমাকেই চাই

যদি সত্যি জানতে চাও

তোমাকে চাই, তোমাকে চাই

যদি মিথ্যে মানতে চাও

তোমাকেই চাই

মনের গভীরে, ঘুমের শরীরে

তোমাকে নিয়ে ডুবে যাবো

আমার কাছে কারণেরা আছে

নিজেকে আমি খুঁজেই নেবো

যদি সত্যি জানতে চাও

তোমাকে চাই, তোমাকে চাই

যদি মিথ্যে মানতে চাও

তোমাকেই চাই

যদি সত্যি জানতে চাও

তোমাকে চাই, তোমাকে চাই

যদি মিথ্যে মানতে চাও

তোমাকেই চাই

Davantage de Arijit Singh/Arindom

Voir toutlogo

Vous Pourriez Aimer