menu-iconlogo
huatong
huatong
Paroles
Enregistrements
অ্যাঁ দেখো লাইটি

সাধের লাইটি এসেছে শহরে

ও সাধের লাইটি এসেছে শহরে

মাঝরাতে নাইতে গেলো

কাদের কুলের বউ

রসে কসে টইটুম্বুর

কোন লাগলের চৌ

মাঝরাতে নাইতে গেলো

কাদের কুলের বউ

রসে কসে টইটুম্বুর

কোন লাগলের চৌবাচ্চা রে রে রে

ও সাধের লাইটি এসেছে শহরে

সাধের লাইটি এসেছে শহরে

এখানে ওখানে যেখানে সেখানে

এখানে ওখানে যেখানে সেখানে

এখানে ওখানে যেখানে সেখানে

এখানে ওখানে যেখানে সেখানে

আজ শরীরের সাধ জেগেছে

যাকে পাবি ছোঁ(আজ শরীরের)

হঠাৎ ভীষণ দুষ্টু হলো

মিষ্টি ঠাকুরপো

আজ শরীরের সাধ জেগেছে

যাকে পাবি ছোঁ

হঠাৎ ভীষণ দুষ্টু হলো

মিষ্টি ঠাকুরপো

ঝাঁকে ঝাঁকে বৌদিরা সব

পাততে এলো দই

লাইটির উপর নীচে

যৌবন থইথই ও দাদা

যৌবন থইথই গো দাদা

যৌবন থইথই থই-থই থই-থই

দেখো লাইটি

দেখো লাইটি লাইটি লাইটি

দেখো দেখো দেখো দেখো

দেখো লাইটি এসেছে শহরে

ও দেখো লাইটি এসেছে শহরে

এখানে ওখানে যেখানে সেখানে

ও দেখো লাইটি এসেছে শহরে

ও দেখো লাইটি এসেছে শহরে

মন কুসুমের একটা খোসা

কোথায় কোথায় গুন, মন কুসুমের

বসতে পেলে চাইছে শুতে

বড্ড অসভ্য

মন কুসুমের একটা খোসা

কোথায় কোথায় গুন

বসতে পেলে চাইছে শুতে

বড্ড অসভ্য

উড়ে এসে বসলো জুড়ে

হচ্ছে উড়ে ছাই

এলোমেলো করে দে মা

লুটেপুটে খাইরে মাগো

লুটেপুটে খাইরে মাগো

লুটেপুটে খাইরে মাগো

লুটেপুটে খাইরে মাগো

লুটেপুটে খাই খাই খাই

লুটেপুটে খাই

ও সাধের লাইটি

ও সাধের লাইটি এসেছে শহরে

ও সাধের লাইটি এসেছে শহরে

অলিতে গলিতে নেতানো দড়িতে

উঠিতে বসিতে থামিতে চলিতে

অলিতে গলিতে নেতানো দড়িতে

লাইটি লাইটি লাইটি অ্যাঁ

ও সাধের লাইটি এসেছে শহরে

ও সাধের লাইটি এসেছে শহরে

ও সাধের লাইটি এসেছে শহরে(লাইটি)

Davantage de Arijit Singh/Samidh Mukherjee/Indraadip Dasgupta

Voir toutlogo

Vous Pourriez Aimer