menu-iconlogo
huatong
huatong
ariokumar-avijit-manush-je-aaj-aar-neiko-manush-cover-image

Manush je aaj aar neiko manush

Ario/KUMAR AVIJIThuatong
natriumchloride8huatong
Paroles
Enregistrements
মানুষ যে আজ আর নেই কো মানুষ

দুনিয়াটা শুধু স্বার্থের-

মানুষ যে আজ আর নেই কো মানুষ

দুনিয়াটা শুধু স্বার্থের,

পর আজ ভাই বোন সংসার পরিজন

সবাই নিজের নিজের।

মানুষ যে আজ আর নেই কো মানুষ

দুনিয়াটা শুধু স্বার্থের,

পর আজ ভাই বোন, সংসার পরিজন

সবাই নিজের নিজের।

মানুষ যে আজ আর নেই কো মানুষ

দুনিয়াটা শুধু স্বার্থের।

নেই তো কোথাও ভালোবাসা

স্নেহ করুনা, প্রীতির ভাষা।

সবাই যে আজ টাকার গোলাম

অর্থই বড় সকলের

পর আজ ভাই বোন, সংসার পরিজন

সবাই নিজের নিজের।

মানুষ যে আজ আর নেই কো মানুষ

দুনিয়াটা শুধু স্বার্থের।

ভয়ে ভয়ে তাই সূর্য ওঠে

অসহায় ফুল গাছেতে ফোটে,

ভয়ে ভয়ে তাই সূর্য ওঠে

অসহায় ফুল গাছেতে ফোটে।

চোখের ওপর যে হয় বলিদান

মায়া নেই তবু মানুষের

পর আজ ভাই বোন, সংসার পরিজন

সবাই নিজের নিজের।

মানুষ যে আজ আর নেই কো মানুষ

দুনিয়াটা শুধু স্বার্থের।

পর আজ ভাই বোন, সংসার পরিজন

সবাই নিজের নিজের

মানুষ যে আজ আর নেই কো মানুষ

দুনিয়াটা শুধু স্বার্থের

Davantage de Ario/KUMAR AVIJIT

Voir toutlogo

Vous Pourriez Aimer