menu-iconlogo
logo

তুমি দুঃখ দিয়েছো বলে

logo
avatar
Asiflogo
Jahid💓Khan🖤JMC♛🇧🇩logo
Chanter dans l’Appli
Paroles
তুমি দুঃখ দিয়েছো বলে

সপ্ন মুছে যায় চোখেরি জলে

তুমি দুঃখ দিয়েছো বলে

সপ্ন মুছে যায় চোখেরি জলে

স্মৃতি গুলো এক সাথে প্রতিবাদে..

চিৎকার করে বলে অার্তনাদে..

কেন ভালোবেসেছিলে.....

তুমি দুঃখ দিয়েছো বলে

সপ্ন মুছে যায় চোখেরি জলে.....

দিয়েছো প্রেমের নামে অনেক ব্যাথা

তবে কি ছিলো সবি সাজানো কথা

দিয়েছো প্রেমের নামে অনেক ব্যাথা

তবে কি ছিলো সবি সাজানো কথা

সে কথা হৃদয় মাঝে, সকাল দুপুর সাজে

কষ্টের ঝড় তোলে....

তুমি দুঃখ দিয়েছো বলে

সপ্ন মুছে যায় চোখেরি জলে......

যে ক্ষতি করেছো ছলনা দিয়ে

খেলেছো পুতুল খেলা আমাকে নিয়ে

যে ক্ষতি করেছো ছলনা দিয়ে

খেলেছো পুতুল খেলা আমাকে নিয়ে

এ ভাবে খেলার ছলে,তুমিতো বুঝিয়ে দিলে

অভিনয় কাকে বলে.......

তুমি দুঃখ দিয়েছো বলে

সপ্ন মুছে যায় চোখেরি জলে

তুমি দুঃখ দিয়েছো বলে

সপ্ন মুছে যায় চোখেরি জলে

স্মৃতি গুলো এক সাথে প্রতিবাদে..

চিৎকার করে বলে অার্তনাদে..

কেন ভালোবেসেছিলে.....

তুমি দুঃখ দিয়েছো বলে

সপ্ন মুছে যায় চোখেরি জলে.....

ভালোবাসা অবিরাম

তুমি দুঃখ দিয়েছো বলে par Asif - Paroles et Couvertures