প্রাণের চেয়ে প্রিয় তুমি
তুমি জীবন মরণ
এক পলক না দেখলে তোমায়
আঁধার লাগে ভুবন
(আঁধার লাগে ভুবন)
(আঁধার লাগে ভুবন)
ও, প্রাণের চেয়ে প্রিয় তুমি
তুমি জীবন মরণ
এক পলক না দেখলে তোমায়
আঁধার লাগে ভুবন
তুমি আছো আমার ভিতর
আমার সবখানে
কত ভালোবাসি তোমায়
হৃদয় শুধু জানে
ও, কত ভালোবাসি তোমায়
হৃদয় শুধু জানে
ফুল-পাখি, চাঁদ-তারা, আকাশ জানে
বেঁধেছি আমার প্রাণ তোমারই প্রাণে
একটা কথাই মন বলে বারবার
তুমি ছাড়া কেউ নেই হৃদয়ে আমার
তুমি আছো আমার ভিতর
আমার সবখানে
কত ভালোবাসি তোমায়
হৃদয় শুধু জানে
ও, কত ভালোবাসি তোমায়
হৃদয় শুধু জানে
তোমারই প্রেমে মন হয়েছে পাগল
তুমিহীনা প্রাণহীন এ দেহ অচল
যেখানেই থাকো তুমি, যতই দূরে
তোমার ছায়া থাকে আমাকে ঘিরে
তুমি আছো আমার ভিতর
আমার সবখানে
কত ভালোবাসি তোমায়
হৃদয় শুধু জানে
ও, কত ভালোবাসি তোমায়
হৃদয় শুধু জানে
কত ভালোবাসি তোমায়
হৃদয় শুধু জানে