menu-iconlogo
huatong
huatong
asif-akbar-o-priya-tumi-kothay-cover-image

O Priya Tumi Kothay

Asif Akbarhuatong
ryguy_1212huatong
Paroles
Enregistrements
বুকের জমানো ব্যথা কান্নার নোনা জলে

ঢেউ ভাঙে চোখের নদীতে

অন্যের হাত ধরে চলে গেছ দূরে

পারি না তোমায় ভুলে যেতে

ও প্রিয়া, ও প্রিয়া, তুমি কোথায়?

ও প্রিয়া, ও প্রিয়া, তুমি কোথায়?

বুকের জমানো ব্যথা কান্নার নোনা জলে

ঢেউ ভাঙে চোখের নদীতে

অন্যের হাত ধরে চলে গেছ দূরে

পারি না তোমায় ভুলে যেতে

ও প্রিয়া, ও প্রিয়া, তুমি কোথায়?

ও প্রিয়া, ও প্রিয়া, তুমি কোথায়?

ভুল নাহয় আমারই ছিল বেশি

করোনি ক্ষমা, করেছো দোষী

অভিমান লুকিয়ে রাখো যদি

থাকবো সারাজীবন অপরাধী

প্রতিশোধ নেবে, নাও

আমি বাধা দেবো না

একবার বলে যাও

কেন আমার হলে না?

ও প্রিয়া, ও প্রিয়া, তুমি কোথায়?

ও প্রিয়া, ও প্রিয়া, তুমি কোথায়?

বুকের জমানো ব্যথা কান্নার নোনা জলে

ঢেউ ভাঙে চোখের নদীতে

অন্যের হাত ধরে চলে গেছ দূরে

পারি না তোমায় ভুলে যেতে

ও প্রিয়া, ও প্রিয়া, তুমি কোথায়?

ও প্রিয়া, ও প্রিয়া, তুমি কোথায়?

ভাবিনি কখনো যাবে চলে

এভাবে আমাকে একা ফেলে

স্বপ্ন নিজের হাতে ভাঙলে তুমি

একা কেঁদে কেঁদে ক্লান্ত আমি

প্রতিশোধ নেবে, নাও

আমি বাধা দেবো না

একবার বলে যাও

কেন আমার হলে না?

ও প্রিয়া, ও প্রিয়া, তুমি কোথায়?

ও প্রিয়া, ও প্রিয়া, তুমি কোথায়?

বুকের জমানো ব্যথা কান্নার নোনা জলে

ঢেউ ভাঙে চোখের নদীতে

অন্যের হাত ধরে চলে গেছ দূরে

পারি না তোমায় ভুলে যেতে

ও প্রিয়া, ও প্রিয়া, তুমি কোথায়?

ও প্রিয়া, ও প্রিয়া, তুমি কোথায়?

বুকের জমানো ব্যথা কান্নার নোনা জলে

ঢেউ ভাঙে চোখের নদীতে

অন্যের হাত ধরে চলে গেছ দূরে

পারি না তোমায় ভুলে যেতে

ও প্রিয়া, ও প্রিয়া, তুমি কোথায়?

ও প্রিয়া, ও প্রিয়া, তুমি কোথায়?

ও প্রিয়া, ও প্রিয়া, তুমি কোথায়?

ও প্রিয়া, ও প্রিয়া, তুমি কোথায়?

ও প্রিয়া, ও প্রিয়া, তুমি কোথায়?

ও প্রিয়া, তুমি কোথায়

Davantage de Asif Akbar

Voir toutlogo

Vous Pourriez Aimer