যারে পাখি উইরা যা
খাইলি বুকের কলিজা
বোকা পাখি আপন চিনলি না
না রে বোকা পাখি আপন চিনলি না
ছিলি বুকের ভিতরে রেখেছিলাম যতনে
ছিঁড়া খাইলি আমার কলিজা
ওরে বোকা পাখি আপন চিনলি না
রাত ফুরিয়ে সকাল আসে
তারা থাকে চাঁদের পাশে
চাঁদ না থাকলে তারা অসহায়
হায় রে চাঁদ না থাকলে তারা অসহায়
রাত ফুরিয়ে সকাল আসে
তারা থাকে চাঁদের পাশে
চাঁদ না থাকলে তারা অসহায়
হায় রে চাঁদ না থাকলে তারা অসহায়
আমারি চাঁদ ছিলি যে তুই
একা থুইয়া হারাইলি কই
তোরে ছাড়া আমি আসহায়
হায় রে বোকা পাখি আপন চিনলি না