menu-iconlogo
huatong
huatong
atif-ahmed-niloy-jar-lagiya-khoda-tumi-cover-image

Jar Lagiya Khoda Tumi

Atif Ahmed Niloyhuatong
remiclaeyshuatong
Paroles
Enregistrements
শিরোনামঃ যার লাগিয়া খোদা তুমি

যার লাগিয়া খোদা তুমি

আমায় বানাও নাই ,

তার লাগিয়া কান্দে কেন

আমার মন প্রান ,

যার লাগিয়া খোদা তুমি

আমায় বানাও নাই ,

তার লাগিয়া কান্দে কেন

আমার মন প্রান ,

রাত জাগিয়া চান্দের দিকে

হাত বাড়াইয়া চাই

খোদা কেন আমার লাগি

তোরে বানায় নাই ,

খোদা কেন আমার লাগি

তোরে বানায় নাই ,,

সরল সোজা মনটা পাইয়া

খেললি প্রেমের খেলা

তোর লাগিয়া পাগল ছিলাম

করলি অবহেলা,,

সরল সোজা মনটা পাইয়া

খেললি প্রেমের খেলা

তোর লাগিয়া পাগল ছিলাম

করলি অবহেলা,,

যত পারিস যা কান্দাইয়া

থাকমু তোরই পথও চাইয়া

পরকালে খোদার কাছে

তোরে আমি চাই

খোদা কেন আমার লাগি

তোরে বানায় নাই ,

খোদা কেন আমার লাগি

তোরে বানায় নাই,,

আমার লাইগা একটুও কি

কান্দে না অন্তর ,

ধোয়ায় ধোয়ায় কলিজা কালা

লইলি না খবর ,

একটু অপেক্ষা করুন

আমার লাইগা একটুও কি

কান্দে না অন্তর ,

ধোয়ায় ধোয়ায় কলিজা কালা

লইলি না খবর ,

যত পারিস যা কান্দাইয়া

থাকমু তোরই পথও চাইয়া

পরকালে খোদার কাছে

তোরে আমি চাই

খোদা কেন আমার লাগি

তোরে বানায় নাই ,

খোদা কেন আমার লাগি

তোরে বানায় নাই ,

যার লাগিয়া খোদা তুমি

আমায় বানাও নাই ,

তার লাগিয়া কান্দে কেন

আমার মন প্রান ,

রাত জাগিয়া চান্দের দিকে

হাত বারাইয়া চাই

খোদা কেন আমার লাগি

তোরে বানায় নাই ,

খোদা কেন আমার লাগি

তোরে বানায় নাই ,

খোদা কেন আমার লাগি

তোরে বানায় নাই ,

খোদা কেন আমার লাগি

তোরে বানায় নাই ,

Davantage de Atif Ahmed Niloy

Voir toutlogo

Vous Pourriez Aimer