menu-iconlogo
huatong
huatong
avatar

Kar Basore Ghumao Bondhu 2

Atif Ahmed Niloyhuatong
noethekatrinahuatong
Paroles
Enregistrements

কার বাসরে ঘুমাও বন্ধু কার জন্য বউ সাজো

আমারে না খুন করিয়া কার বাসরে আছো

কার বাসরে ঘুমাও বন্ধু কার জন্য বউ সাজো

আমারে না খুন করিয়া কার বাসরে আছো

আমায় দিলা মিথ্যা আশা কারে দিলা দিল

তবে কেনো তোমার সাথে হইল না মোর মিল

আমায় দিলা মিথ্যা আশা কারে দিলা দিল

তবে কেনো তোমার সাথে হইল না মোর মিল

তবে কেনো তোমার সাথে হইল না মোর মিল

এদিক সেদিক আউলা মন বাউলা হয়ে ছোটে

চারিদিকে পাগল পাগল কলঙ্ক দেয় লোকে

এদিক সেদিক আউলা মন বাউলা হয়ে ছোটে

চারিদিকে পাগল পাগল কলঙ্ক দেয় লোকে

কেমন করে অন্যের ঘরে অন্যেরই বাসরে

থাকবে তুমি পরের খাটে আমি নেশার ঘরে

থাকবে তুমি পরের খাটে আমি নেশার ঘরে

সাক্ষী ছিলো আসমান জমিন ছিল চন্দ্র তারা

বলেছিলে বাচঁবে না হায় তুমি আমায় ছাড়া

সাক্ষী ছিলো আসমান জমিন ছিল চন্দ্র তারা

বলেছিলে বাচঁবে না হায় তুমি আমায় ছাড়া

আমায় দিলা মিথ্যা আশা কারে দিলা দিল

তবে কেনো তোমার সাথে হইল না মোর মিল

তবে কেনো তোমার সাথে হইল না মোর মিল

প্লিজ জয়েন্ট শেষে লাইক দিয়ে যাবেন

সবাইকে ধন্যবাদ

Davantage de Atif Ahmed Niloy

Voir toutlogo

Vous Pourriez Aimer

Kar Basore Ghumao Bondhu 2 par Atif Ahmed Niloy - Paroles et Couvertures