menu-iconlogo
huatong
huatong
aurthohin-tepantorer-math-periye-cover-image

Tepantorer Math Periye

Aurthohinhuatong
fightforpeacehuatong
Paroles
Enregistrements
তেপান্তরের মাঠ পেরিয়ে অনেক দূরে

বসে আছি আমি একাকী তোমায় ছেড়ে

মনে পড়ে শুধু তোমারি কথা এই জোছনাতে

তাই গাইছি আমি এই গান তোমায় নিয়ে

মনে পড়ে সেই মিষ্টি সকাল

মনে জাগে মোর আশা

আসবে তুমি আমার কাছে নিয়ে ভালোবাসা

মনে পড়ে যায় তোমার হাতের

স্নিগ্ধ সেই স্পর্শ

মনে পড়ে যে তুমি আমায় কত ভালবাস

তাই আমি গাইছি এই গান তোমায় নিয়ে

তেপান্তরের মাঠ পেরিয়ে এই জোছনাতে

রাত যে শেষ হয়ে আসে তোমার কথা ভেবে

মনের এই অস্থিরতা দূর হয় না যে

ভাবছি আমি তোমার কথা ভাবছি একা বসে

ভাবছি আমি কখন পাবো তোমায় খুব কাছে

তাই আমি গাইছি এই গান তোমায় নিয়ে

তেপান্তরের মাঠ পেরিয়ে এই জোছনাতে

তেপান্তরের মাঠ পেরিয়ে অনেক দূরে

বসে আছি আমি একাকী তোমায় ছেড়ে

মনে পড়ে শুধু তোমারি কথা এই জোছনাতে

তাই গাইছি আমি এই গান তোমায় নিয়ে

Davantage de Aurthohin

Voir toutlogo

Vous Pourriez Aimer