menu-iconlogo
huatong
huatong
avatar

Rupali Guitar/রুপালী গিটার

Ayub Bachchu/L.R.Bhuatong
🇧🇩𝄞-⑅⃝💚দুর্জয়(Mᴛᴅғ)࿐huatong
Paroles
Enregistrements
গানঃ রুপালী গিটার।

শিল্পীঃ আইয়ুব বাচ্চু।

আপলোডঃ দুর্জয় (আইডি নাম্বারঃ 78003705827)

এই রুপালি গিটার ফেলে

একদিন চলে যাব দূরে, বহুদূরে

সেদিন চোখে অশ্রু তুমি রেখো

গোপন করে

এই রুপালি গিটার ফেলে

একদিন চলে যাব দূরে, বহুদূরে

সেদিন চোখে অশ্রু তুমি রেখো

গোপন করে

Music

মনে রেখো তুমি

কত রাত কত দিন

শুনিয়েছি গান আমি, ক্লান্তিবিহীন

অধরে তোমার ফোটাতে হাসি

চলে গেছি আমি

সুর থেকে কত সুরে

এই রুপালি গিটার ফেলে

একদিন চলে যাব দূরে, বহুদূরে

সেদিন চোখে অশ্রু তুমি রেখো

গোপন করে

Music

শুধু ভেবো তুমি

অপরাধ ছিল কার

কাটিয়েছি রাত তবু, নিদ্রাবিহীন

বেদনা আমার হয়েছে সাথী

চলে গেছি আমি

কোনো স্মৃতি পুরে

এই রুপালি গিটার ফেলে

একদিন চলে যাব দূরে, বহুদূরে

সেদিন চোখে অশ্রু তুমি রেখো

গোপন করে

এই রুপালি গিটার ফেলে

একদিন চলে যাব দূরে, বহুদূরে

সেদিন চোখে অশ্রু তুমি রেখো

গোপন করে

====== সমাপ্ত=====

Davantage de Ayub Bachchu/L.R.B

Voir toutlogo

Vous Pourriez Aimer

Rupali Guitar/রুপালী গিটার par Ayub Bachchu/L.R.B - Paroles et Couvertures