menu-iconlogo
huatong
huatong
ayub-bachchu-tin-purush-cover-image

তিন পুরুষ Tin Purush

Ayub Bachchuhuatong
skinart1970huatong
Paroles
Enregistrements
তিন পুরুষ

এক পুরুষে গড়ে ধন, এক পুরুষে খায়

এক পুরুষে গড়ে ধন, এক পুরুষে খায়

আর এক পুরুষ এসে দেখে খাওয়ার কিছু নাই

আমার তিন পুরুষ,

তিন পুরুষ

আমার তিন পুরুষ

এক পুরুষে গড়ে ধন, এক পুরুষে খায়

এক পুরুষে গড়ে ধন, এক পুরুষে খায়

আর এক পুরুষ এসে দেখে খাওয়ার কিছু নাই

আমার তিন পুরুষ,

তিন পুরুষ

আমার তিন পুরুষ

দাদা দাদি, নানা নানি আরতো পিছে নাই

বাবা মার পরে আমি আমার পরে নাই ।

দুনিয়াতে এসে দেখি ধন সম্পত্তি নাই ।

আমার তিন পুরুষ,

তিন পুরুষ

আমার তিন পুরুষ

দাদা দাদি, নানা নানি আরতো পিছে নাই

বাবা মার পরে আমি আমার পরে নাই ।

দুনিয়াতে এসে দেখি ধন সম্পত্তি নাই ।

আমার তিন পুরুষ,

তিন পুরুষ

আমার তিন পুরুষ

এই দুনিয়ার কোন কিছু সঙ্গে যাবে না ,

তিন পুরুষের এক পুরুষ সে কথা ভুলে না

শেষ পুরুষের ভাগে তবু ভিটা মাটি নাই

আমার তিন পুরুষ,

তিন পুরুষ

আমার তিন পুরুষ

এই দুনিয়ার কোন কিছু সঙ্গে যাবে না ,

তিন পুরুষের এক পুরুষ সে কথা ভুলে না

শেষ পুরুষের ভাগে তবু ভিটা মাটি নাই

আমার তিন পুরুষ,

তিন পুরুষ

আমার তিন পুরুষ

এক পুরুষে করে ধন, এক পুরুষে খায় ।

এক পুরুষে করে ধন, এক পুরুষে খায় ।

আর এক পুরুষ এসে দেখে খাওয়ার কিছু নাই

আমার তিন পুরুষ,

তিন পুরুষ

আমার তিন পুরুষ

এক পুরুষে করে ধন, এক পুরুষে খায় ।

এক পুরুষে করে ধন, এক পুরুষে খায় ।

আর এক পুরুষ এসে দেখে খাওয়ার কিছু নাই

আমার তিন পুরুষ,

তিন পুরুষ

আমার তিন পুরুষ

Davantage de Ayub Bachchu

Voir toutlogo

Vous Pourriez Aimer