menu-iconlogo
huatong
huatong
Paroles
Enregistrements
arrange-shymoon

to get more song,go to 109134&112325party room

& click on song list

বেলা শেষে ফিরে এসে, পাইনি তোমায়

কৃষ্ণ-চূড়ার রঙে এঁকেছি তোমায়

মুছোনা তুমি তারে দুঃখেরই ছোঁয়ায়

সাজিয়ে রেখো মন-মনি কোঠায়

বেলা শেষে ফিরে এসে, পাইনি তোমায়

কৃষ্ণ-চূড়ার রঙে এঁকেছি তোমায়

arrange-shymoon

to get more song,go to 109134&112325party room

& click on song list

মনে পড়ে যায় প্রশ্ন-হীনা ,

জোছনা ধোঁয়া রাতে কথপোকথন

চোখের ভাষায় হতো যতো,

আগামী দিনের স্বপ্নের আলাপন

কি ভুল করেছি আমি আমারই ভুলে

প্রতি নীরবতা আমাকে পোড়ায়

বেলা শেষে ফিরে এসে, পাইনি তোমায়

কৃষ্ণ-চূড়ার রঙে এঁকেছি তোমায়

arrange-shymoon

to get more song,go to 109134&112325party room

& click on song list

আমার যতো অপূর্ণতা,

পারিনি বোঝাতে আমি পারিনি তোমায়

ভুলের মাশুল দিতে গিয়ে,

জীবন ভরে থাকে বিষন্নতায়

হারিয়ে বুঝেছি তুমি কি ছিলে আমার

কি ছিলে আমার তুমি বুঝনো না যায়

বেলা শেষে ফিরে এসে, পাইনি তোমায়

কৃষ্ণ-চূড়ার রঙে এঁকেছি তোমায়

মুছোনা তুমি তারে দুঃখেরই ছোঁয়ায়

সাজিয়ে রেখো মন-মনি কোঠায়

Davantage de Ayub Bachchu-lrb,আইয়ুব বাচ্চু

Voir toutlogo

Vous Pourriez Aimer