menu-iconlogo
huatong
huatong
avatar

rupali guitar

Ayub Bachchuhuatong
knandanhuatong
Paroles
Enregistrements
এই রুপালি গিটার ফেলে

একদিন চলে যাব দুরে, বহুদূরে

সেদিন চোখে অশ্রু তুমি রেখো

গোপন করে।

এই রুপালি গিটার ফেলে

একদিন চলে যাব দুরে, বহুদূরে

সেদিন চোখে অশ্রু তুমি রেখো

গোপন করে।

মনে রেখো তুমি

কত রাত কত দিন

শুনিয়েছি গান আমি, ক্লান্তিবিহীন

অধরে তোমার ফোঁটাতে হাসি

চলে গেছি শুধু

সুর থেকে কত সুরে।

এই রুপালি গিটার ফেলে

একদিন চলে যাব দুরে, বহুদূরে

সেদিন চোখে অশ্রু তুমি রেখো

গোপন করে।

শুধু ভেবো তুমি

অপরাধ ছিল কার

কাটিয়েছি রাত তবু, নিদ্রাবিহীন

বেদনা আমার হয়েছে সাথী

চলে গেছি আমি

কোনো স্মৃতি পুরে।

এই রুপালি গিটার ফেলে

একদিন চলে যাব দুরে, বহুদূরে

সেদিন চোখে অশ্রু তুমি রেখো

গোপন করে।

এই রুপালি গিটার ফেলে

একদিন চলে যাব দুরে, বহুদূরে

সেদিন চোখে অশ্রু তুমি রেখো

গোপন করে।

Davantage de Ayub Bachchu

Voir toutlogo

Vous Pourriez Aimer