menu-iconlogo
huatong
huatong
ayub-bachchu-tara-vora-rate-cover-image

Tara Vora Rate

Ayub Bachchuhuatong
owlangelshuatong
Paroles
Enregistrements
সেই তারা ভরা রাতে আমি পারিনি বোঝাতে...

তোমাকে..আমার মনের বেথ্যা...

তুমি তো বলেছো শুধু..তোমারী সুখেররী কথা

তুমি তো বলেছো শুধু..তোমারী সুখেররী কথা

সেই তারা ভরা রাতে...আমি পারিনি বোঝাতে...

তোমাকে..আমার মনের বেথ্যা...

আমি অনেক পথ ঘুরে খোয়ে খোয়ে অন্ধকারে..

তোমার পথের দেখাপেয়েছি...আর হৃদয়ের..মাঝে

তোমায় কাছে আমি চেয়েছি আজ হোলোনা..বলা

আ আ আমার না বলা কথা..

সেই তারা ভরা রাতে...আমি পারিনি বোঝাতে...

তোমাকে..আমার মনের বেথ্যা...

আমি অনেক বেথ্যা সয়ে,ছলো ছলো চোখের জলে

তোমার চলে যাওয়া দেখে ছি...

আর রাতেরও আধারে..মনের দুঃখে আমি কেঁদেছি

আজ হোলোনা বলা,আমার না বলা কথা...

সেই তারা ভরা রাতে...আমি পারিনি বোঝাতে...

তোমাকে..আমার মনের বেথ্যা...

তুমি তো বলেছো শুধু..তোমারী সুখেররী কথা

তুমি তো বলেছো শুধু..তোমারী সুখেররী কথা

সেই তারা ভরা রাতে...আমি পারিনি বোঝাতে...

তোমাকে..আমার মনের বেথ্যা...

Davantage de Ayub Bachchu

Voir toutlogo

Vous Pourriez Aimer