menu-iconlogo
huatong
huatong
badsha-beauty-queenkumar-sanu-cover-image

Beauty queen/kumar sanu

Badshahuatong
♡Ɓᴀᴅꜱʜᴀʜ🇧🇩★ɠơℓɖɛŋ♖🎸huatong
Paroles
Enregistrements
সপ্নে দেখা সপ্ন পরি।

হাসি তার জোছনা মায়াবি।

হরিনি চোখে তার মহিনি যে দিসটি।

দুচোখে আমার ভাসে তারই ছবি।

বিউটি কুইন।(৪)বার

সপ্নে দেখা সপ্ন পরি।

হাসি তার জোছনা মায়াবি।

হরিনি চোখে তার মহিনি যে দিসটি।

দুচোখে আমার ভাসে তারই ছবি।

বিউটি কুইন।(৪)বার

হো জতো দেখি মন ভরে না।

পাগল হলাম বুঝি পেমে।

হো অনামিকার নাম জানিনা।

ডাকবো তাকে কী নামে।

হো জতো দেখি মন ভরে না।

পাগল হলাম বুঝি পেমে।

হো অনামিকার নাম জানিনা।

ডাকবো তাকে কী নামে।

৷ বিউটি কুইন (৪)বার

সপ্নে দেখা সপ্ন পরি।

হাসি তার জোছনা মায়াবি।

হরিনি চোখে তার মহিনি যে দিসটি।

দুচোখে আমার ভাসে তারই ছবি।

বিউটি কুইন

হো সপ্ন যেন সত্যি হয়ে।

চলার পথে দিল দেখা।

দেখা হলো কথা হলো।

নিজেকে লাগে তবু একা

হো সপ্ন যেন সত্যি হয়ে।

চলার পথে দিল দেখা।

দেখা হলো কথা হলো।

নিজেকে লাগে তবু একা

বিউটি কুইন (৪)বার

সপ্নে দেখা সপ্ন পরি।

হাসি তার জোছনা মায়াবি।

হরিনি চোখে তার মহিনি যে দিসটি।

দুচোখে আমার ভাসে তারই ছবি।

বিউটি কুইন।(8)বার

Davantage de Badsha

Voir toutlogo

Vous Pourriez Aimer