menu-iconlogo
huatong
huatong
avatar

Barir Manush Koi - By Runa Laila

Banakusumhuatong
Loveforesthuatong
Paroles
Enregistrements
Uploaded by@2020_Banakusum

বাড়ির মানুষ কয় আমায় তাবীজ করেছে

পাড়া পড়শী কয় জ্বীনে ভূতে ধরেছে

কি করে বলি ওদের

কেউ আমায় ভালোবেসেছে..

ভালোবেসেছে

বাড়ির মানুষ কয় আমায় তাবীজ করেছে

পাড়া পড়শী কয় জ্বীনে ভূতে ধরেছে

Uploaded by@2019_Banakusum

আমি নাকি জলের ছলে যাই ঘাটে

আমার নাকি পথ চেয়ে দিন কাটে

আমি নাকি জলের ছলে যাই ঘাটে

আমার নাকি পথ চেয়ে দিন কাটে

কি বলে ছাই বুঝিনা,অন্য কিছু জানি না

শুধু জানি মনের ঘরে চোর এসেছে

চোর এসেছে

বাড়ির মানুষ কয় আমায় তাবীজ করেছে

পাড়া পড়শী কয় জ্বীনে ভূতে ধরেছে

-----------------------------------

আমি এখন নিজের কানে দেই তালা

বিধি নিষেধ শুনলে ধরে গা জ্বালা

আমি এখন নিজের কানে দেই তালা

বিধি নিষেধ শুনলে ধরে গা জ্বালা

যা বলে তা মানিনা মন্দ ভাল খুজি না

শুধু জানি কারো চোখে

চোখ পড়েছে

চোখ পড়েছে

বাড়ির মানুষ কয় আমায় তাবীজ করেছে

পাড়া পড়শী কয় জ্বীনে ভূতে ধরেছে

কি করে বলি ওদের

কেউ আমায় ভালোবেসেছে..

ভালোবেসেছে

বাড়ির মানুষ কয় আমায় তাবীজ করেছে

পাড়া পড়শী কয় জ্বীনে ভূতে ধরেছে

বাড়ির মানুষ কয় আমায় তাবীজ করেছে

পাড়া পড়শী কয় জ্বীনে ভূতে ধরেছে

Davantage de Banakusum

Voir toutlogo

Vous Pourriez Aimer

Barir Manush Koi - By Runa Laila par Banakusum - Paroles et Couvertures