menu-iconlogo
huatong
huatong
avatar

E Mon Amar Hariye Jay - Asha Bhosle

Banakusumhuatong
Loveforesthuatong
Paroles
Enregistrements
এ মন আমার হারিয়ে যায় কোনখানে?

কেউ জানে না, শুধু আমার মন জানে

আজকে শুধু হারিয়ে যাবার দিন

কেউ জানে না, কেউ জানে না, মন জানে

কেউ জানে না, কেউ জানে না, মন জানে

এ মন আমার হারিয়ে যায় কোনখানে?

কেউ জানে না, শুধু আমার মন জানে

আজকে শুধু হারিয়ে যাবার দিন

কেউ জানে না, কেউ জানে না, মন জানে

কেউ জানে না, কেউ জানে না, মন জানে

আকাশ বলে আয় রে ছুটে, আয় ছুটে

ফুল বলে তুই আমার মধু নে লুটে

ও আকাশ বলে আয় রে ছুটে, আয় ছুটে

ফুল বলে তুই আমার মধু নে লুটে

মিষ্টি পাখির গান, যায় যে ভরে প্রাণ

বাজে বাঁশি পাইন পাতায় ওই

কেউ জানে না কোথায় আমার মন টানে

কেউ জানে না, শুধু আমার মন জানে

আজকে শুধু হারিয়ে যাবার দিন

কেউ জানে না, কেউ জানে না, মন জানে

কেউ জানে না, কেউ জানে না, মন জানে

মেঘ বলে ওই আমার সাথে চল ভেসে

গান শুনে যা, ঝর্ণা যে ওই কয় হেসে

ও মেঘ বলে ওই আমার সাথে চল ভেসে

গান শুনে যা, ঝর্ণা যে ওই কয় হেসে

প্রাণে কিসের ঢেউ জানেনা তো কেউ

বুনো ফুলে জমেছে যে মৌ

নিষেধ বাঁধার বাঁধন কি আর মন মানে?

কেউ জানে না, শুধু আমার মন জানে

আজকে শুধু হারিয়ে যাবার দিন

কেউ জানে না, কেউ জানে না, মন জানে

কেউ জানে না, কেউ জানে না, মন জানে

এ মন আমার হারিয়ে যায় কোনখানে?

কেউ জানে না, শুধু আমার মন জানে

আজকে শুধু হারিয়ে যাবার দিন

কেউ জানে না, কেউ জানে না, মন জানে

কেউ জানে না, কেউ জানে না, মন জানে

কেউ জানে না, কেউ জানে না, মন জানে

Davantage de Banakusum

Voir toutlogo

Vous Pourriez Aimer