menu-iconlogo
huatong
huatong
avatar

সালাম সালাম হাজার সালাম

Bangla Ganer Pakhihuatong
🐦Md★Azizul★Haque🔸🇧🇩huatong
Paroles
Enregistrements
🇧🇩 🅱angla 🇬aner 🅿akhi 🇧🇩

Md. Azizul Haque

🇧🇩 🅱🇬🅿 🇧🇩

সালাম সালাম হাজার সালাম

মোহাম্মদ আবদুল জব্বার

🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩

সালাম সালাম হাজার সালাম

🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶

সালাম সালাম হাজার সালাম

সকল শহীদ স্মরণে,

আমার হৃদয় রেখে যেতে চাই

তাদের স্মৃতির চরণে

সালাম সালাম হাজার সালাম

🇧🇩🇧🇩🎶🎶🇧🇩🇧🇩🎶🎶🇧🇩🇧🇩

মায়ের ভাষায় কথা বলাতে

স্বাধীন আশায় পথ চলাতে

হাসিমুখে যারা দিয়ে গেল প্রাণ

সেই স্মৃতি নিয়ে গেয়ে যাই গান

তাদের বিজয় মরণে,

আমার হৃদয় রেখে যেতে চাই

তাদের স্মৃতির চরণে

সালাম সালাম হাজার সালাম

🇧🇩🇧🇩🎶🎶🇧🇩🇧🇩🎶🎶🇧🇩🇧🇩

ভাইয়ের বুকের রক্তে আজিকে

রক্ত মশাল জ্বলে দিকে দিকে

সংগ্রামী আজ মহাজনতা

কন্ঠে তাদের নব বারতা

শহীদ ভাইয়ের স্মরণে,

আমার হৃদয় রেখে যেতে চাই

তাদের স্মৃতির চরণে

সালাম সালাম হাজার সালাম

🇧🇩🇧🇩🎶🎶🇧🇩🇧🇩🎶🎶🇧🇩🇧🇩

বাংলাদেশের লাখো বাঙালি

জয়ের নেশায় দিল রক্ত ঢালি

আলোর দেয়ালি ঘরে ঘরে জ্বালি

ঘুচিয়ে মনের আঁধার কালি।

শহীদ ভায়ের স্মরণে

আমার হৃদয় রেখে যেতে চাই

তাদের স্মৃতির চরণে

সালাম সালাম হাজার সালাম

সকল শহীদ স্মরণে,

আমার হৃদয় রেখে যেতে চাই

তাদের স্মৃতির চরণে

সালাম সালাম হাজার সালাম

🇧🇩 🅱angla 🇬aner 🅿akhi 🇧🇩

Md. Azizul Haque

🇧🇩 🅱🇬🅿 🇧🇩

Davantage de Bangla Ganer Pakhi

Voir toutlogo

Vous Pourriez Aimer