menu-iconlogo
logo

Hobo Dujon Shathi

logo
Paroles
Singer01=Female; Singer02=Male

কন্ঠঃ বাপ্পা মজুমদার/ ফাহমিদা নবী

কথাঃ গোলাম মোরশেদ

সুরঃ বাপ্পা মজুমদার

অ্যালবামঃ এক মুঠো গান

==================

==================

তুমি কি বলো আসবে?

পথ ভোলা নদীর দেশে

ঢেউয়ে ঢেউয়ে ভাসাবো হৃদয়

হবো দুজন সাথী

তুমি কি বলো আসবে?

পথ ভোলা নদীর দেশে

ঢেউয়ে ঢেউয়ে ভাসাবো হৃদয়

হবো দুজন সাথী

তুমি কি নীল মেঘে ঢাকা

আকাশে ঝড় তোলা ভোরে

আমারই মন-ভাঙ্গা ঘরে

রোদেলা দিন, ফাগুন হবে?

ও.. তুমি কি নীল মেঘে ঢাকা

আকাশে ঝড় তোলা ভোরে

আমারই মন-ভাঙ্গা ঘরে

রোদেলা দিন, ফাগুন হবে?

তুমি কি দেবে বাবুই পাখির

ঠোঁটে ঠোঁটে বোনা সুখের বসতি?

তুমি কি বলো আসবে?

পথ ভোলা নদীর দেশে

ঢেউয়ে ঢেউয়ে ভাসাবো হৃদয়

হবো দুজন সাথী

তুমি কি ভূল বোঝা প্রহর

গানেরই সূর ভোলা রাতে

আমারই বেদনা মুছে

কিছু গোলাপ দেবে হাতে?

ও.. তুমি কি ভূল বোঝা প্রহর

গানেরই সূর ভোলা রাতে

আমারই বেদনা মুছে

কিছু গোলাপ দেবে হাতে?

তুমি কি হবে অনেক আশার

মেঠো পথে জ্বলা প্রদীপ, জোনাকী?

তুমি কি বলো আসবে?

পথ ভোলা নদীর দেশে

ঢেউয়ে ঢেউয়ে ভাসাবো হৃদয়

হবো দুজন সাথী

ও.. তুমি কি বলো আসবে?

পথ ভোলা নদীর দেশে

ঢেউয়ে ঢেউয়ে ভাসাবো হৃদয়

হবো দুজন সাথী

==================

==================

Hobo Dujon Shathi par Bappa/Fahmida Nabi - Paroles et Couvertures