menu-iconlogo
huatong
huatong
avatar

Din Bari Jay

Bappa Mazumderhuatong
nagano981huatong
Paroles
Enregistrements
দিন বাড়ি যায়, চড়ে পাখির ডানায়

যদি না হয় কথা, জমে নিরবতা

তুমি চোখে রাখো চোখ, চোখে চোখে কথা হোক

যেতে পথে আজ এইটুক বলি

যত দুরে যাই, জানিনাতো কবে

জেনে রেখো সুধু, ফের দেখা হবে

যত দুরে যাই, জানিনাতো কবে

জেনে রেখো সুধু, ফের দেখা হবে

দিন বাড়ি যায়, চড়ে পাখির ডানায়

যদি না হয় কথা, জমে নিরবতা

তুমি চোখে রাখো চোখ, চোখে চোখে কথা হোক

যেতে পথে আজ এইটুক বলি

যত দুরে যাই, জানিনাতো কবে

জেনে রেখো সুধু, ফের দেখা হবে

যত দুরে যাই, জানিনাতো কবে

জেনে রেখো সুধু, ফের দেখা হবে

নদীরা বাধন হারা

আকাবাকা ছুটে যায়

সব নদী যেন তবু মিলবে মোহনায়

আমার ও নোঙ্গর বাধা

তোমার এ সে সীমানায়

যেতে পথে আজ এইটুক বলি

যত দুরে যাই, জানিনাতো কবে

জেনে রেখো সুধু, ফের দেখা হবে

যত দুরে যাই, জানিনাতো কবে

জেনে রেখো সুধু, ফের দেখা হবে

মেঘেরা ছন্ন ছাড়া

নীলিমায় ভেসে যায়

জল হয়ে যেন তবু ঝরবে বর্ষায়

এই নিয়তি বাধা

তোমারি সেই আঙ্গিনায়

যেতে পথে আজ এইটুক বলি

যত দুরে যাই, জানিনাতো কবে

জেনে রেখো সুধু, ফের দেখা হবে

যত দুরে যাই, জানিনাতো কবে

জেনে রেখো সুধু, ফের দেখা হবে

দিন বাড়ি যায়, চড়ে পাখির ডানায়

যদি না হয় কথা, জমে নিরবতা

তুমি চোখে রাখো চোখ, চোখে চোখে কথা হোক

যেতে পথে আজ এইটুক বলি

যত দুরে যাই, জানিনাতো কবে

জেনে রেখো সুধু, ফের দেখা হবে

যত দুরে যাই, জানিনাতো কবে

জেনে রেখো সুধু, ফের দেখা হবে

Davantage de Bappa Mazumder

Voir toutlogo

Vous Pourriez Aimer