menu-iconlogo
logo

Rana’s Library – Bazzi by Bappa বাজি

logo
Paroles
বাজি

Singer: Bappa

Arranged By Rana

**************

**************

তুমি আমার বায়ান্ন তাস,

শেষ দানেও আছি

তোমার নামে ধরেছি আমার সর্বস্ব বাজি

তুমি আমার বায়ান্ন তাস,

শেষ দানেও আছি

তোমার নামে ধরেছি আমার সর্বস্ব বাজি

সম্ভাবনার এপিঠ-ওপিঠ,

শেষ মুদ্রায় রাজী

কার ঘরে যায় করতালি পুড়ছে আলোর বাজি

তুমি আমার বায়ান্ন তাস,

শেষ দানেও আছি

তোমার নামে ধরেছি আমার সর্বস্ব বাজি

**************

**************

কার ঘরে দান ছুটছে ঘোড়ায়

ঐ উল্লাসের গ্যালারী

পরছে ফেঁটে চিল-চীৎকার

মন জুয়ারীর বাড়ি

পাশার দান যাক না ঘুরে

কালকে না হয় আজি

ও......

তুমি আমার বায়ান্ন তাস,

শেষ দানেও আছি

তোমার নামে ধরেছি আমার সর্বস্ব বাজি

**************

**************

তুমি প্রথম বলিনা এমন,

শেষ হতে পারো কি

তাই নিয়েছি শেষ বিকেলে,

নিঃস্ব হওয়ার ঝুঁকি

শেষ বিকেলের একরোখা জেদ,

আশার ঘরে বাঁচি

ও......

তুমি আমার বায়ান্ন তাস,

শেষ দানেও আছি

তোমার নামে ধরেছি আমার সর্বস্ব বাজি

তুমি আমার বায়ান্ন তাস,

শেষ দানেও আছি

তোমার নামে ধরেছি আমার সর্বস্ব বাজি

সম্ভাবনার এপিঠ-ওপিঠ,

শেষ মুদ্রায় রাজী

কার ঘরে যায় করতালি পুড়ছে আলোর বাজি

==ধন্যবাদ==

Rana’s Library – Bazzi by Bappa বাজি par Bappa - Paroles et Couvertures